বাতায়ন/দহন/গল্পাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | গল্পাণু
কেয়া নন্দী
উদ্বেগ
কাস্টমারদের বিভিন্ন
কোম্পানির এসির গুণমান বোঝাতে বোঝাতে তন্ময় ভাবে, এবছর যেন ভীষণ গরম পড়ে। বেশি বিক্রি করতে পারলে তবেই তার চাকরিটা টিকবে।
কিস্তিতে সেও একটা এসি কিনবে। গরমে মা’র খুব কষ্ট হয়,
শান্তিতে ঘুমাতে পারবে।
সমাপ্ত
No comments:
Post a Comment