বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
শিশির আজম
আলকাতরা
দহন | কবিতা
শিশির আজম
তরুণী মেয়েটার
মুখে কেউ আলকাতরা মাখিয়ে দিয়েছে
এখন ঐ আলকাতরা মাখা মুখ
শেকড়চ্যূত হিম সন্ধ্যায়
আমার বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত
আলোছায়ার টেবিলে
আমার সুশ্রী আর কমনীয় কবিতার ওপর
ঝুঁকে পড়লো
এখন আমার কী করণীয় আমি জিজ্ঞেস করলাম
জয়নুলকে
তোমরা তো দেখেছো জয়নুলের তেতাল্লিশের তুলি
তুলির আলকাতরা
আমার সুশ্রী আর কমনীয় কবিতার ওপর
ঝুঁকে পড়লো
এখন আমার কী করণীয় আমি জিজ্ঞেস করলাম
জয়নুলকে
তোমরা তো দেখেছো জয়নুলের তেতাল্লিশের তুলি
তুলির আলকাতরা
No comments:
Post a Comment