বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
ফিরিয়ে
নাও
দহন | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
পুরনো
কবিতার খাতাটি এখনো নেড়েচেড়ে দেখি
কিছু কি
ধুলো জমেছে তাতে
ধুয়ে
মুছে পরিষ্কার করি কাদাকালি ময়লা
ফাউন্টেন
পেনের গন্ধ পুরনো সম্পর্কের মতো
ভাবি, কে কাকে বহন করে আজ?
অপরিচয় নাকি নিষ্ফল যোগাযোগ
তোমার অস্বাভাবিক উঁচু নাক
লোম ফুলিয়ে দেখানো, সেই রাজগীর নালন্দা তর্কযুদ্ধ সব জলের মতো পরিষ্কার হয়ে ওঠে
বলা ভালো ফোটে, মসৃণ শরীর বীতক্রোধ
যে বস্ত্র চিরকাল আড়ালে থাকে তাও
আলোকিত হয় চকিতে, নেড়েচেড়ে দেখি
আর বলি ফিরিয়ে নাও এ শিল্পকৌশল...
অপরিচয় নাকি নিষ্ফল যোগাযোগ
তোমার অস্বাভাবিক উঁচু নাক
লোম ফুলিয়ে দেখানো, সেই রাজগীর নালন্দা তর্কযুদ্ধ সব জলের মতো পরিষ্কার হয়ে ওঠে
বলা ভালো ফোটে, মসৃণ শরীর বীতক্রোধ
যে বস্ত্র চিরকাল আড়ালে থাকে তাও
আলোকিত হয় চকিতে, নেড়েচেড়ে দেখি
আর বলি ফিরিয়ে নাও এ শিল্পকৌশল...
No comments:
Post a Comment