বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
পারমিতা চ্যাটার্জি
একফোঁটা
শরতের সকালে ভেজা ঘাসে কত
শিউলি ফুল
জীবন জুড়ে তবে কেন শুধু এত ভুল –
দূর থেকে ভেসে আসে আগমনী গান—
প্রাণে কেন বেজে ওঠে না ভৈরবী তান?
২
হারিয়ে গেছে সোনার শৈশব
কে যেন আজ পথ করে রোধ…
তুমি চেনো কি তাকে বৃষ্টি?
সে যে আমার সেই শৈশবের
দৃষ্টি।
৩
একফোঁটা চোখের জল ফেলবে না?
যখন আমি থাকব না—
মনে কি পড়বে না একবার
স্মৃতির ছবিটা আমার
৪
ইচ্ছেগুলো উড়িয়ে দিয়ে ছিলাম
আমি আপন মনে—
কখন যেন ইচ্ছেগুলো কবিতা হয়ে জড়িয়ে ধরে এমন দিনে—
আমায় তুমি ডাক দিয়ো না আর—
আমি যে পিছন ফিরে তাকাব না বারবার—
দহন | কবিতাণু
পারমিতা চ্যাটার্জি
ওই দেখ মেঘ আসছে ধেয়ে—
বৃষ্টিতে ভিজব নাকি মেয়ে—
চল না দ্বার খুলে ওই সবুজ
গাছের কাছে—
যে গাছের ফাঁক দিয়ে সূর্যটা
ডুবছে—
জীবন জুড়ে তবে কেন শুধু এত ভুল –
দূর থেকে ভেসে আসে আগমনী গান—
প্রাণে কেন বেজে ওঠে না ভৈরবী তান?
কে যেন আজ পথ করে রোধ…
তুমি চেনো কি তাকে বৃষ্টি?
মনে কি পড়বে না একবার
স্মৃতির ছবিটা আমার
কখন যেন ইচ্ছেগুলো কবিতা হয়ে জড়িয়ে ধরে এমন দিনে—
আমায় তুমি ডাক দিয়ো না আর—
আমি যে পিছন ফিরে তাকাব না বারবার—
No comments:
Post a Comment