বাতায়ন/দহন/ছড়া/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | ছড়া
শিশির
সাঁতরা
চললে
কোথায়
সঙ্গে তোমার ভাগ্নে যাবে
যে ভোগে খুব অম্বলে
আনতে ওকে কবে যাচ্ছো
ওতো থাকে চম্বলে।
তোমার দাদা যাবে বোধায়
ওর রাস্তা তো চড়কডাঙা
ওই পথেতে যেও-না তুমি
যাওয়ার আগে সড়ক ভাঙা।
বাধা যখন পড়ল দাদা
আজকে না হয় থাক তাই
কাল সকালে তাসটা খেলে
পরশু না হয় যেও-না ভাই।
দহন | ছড়া
চললে কোথায় রমাপদ
আবার বুঝি উল্টোডাঙা
খবর পেলাম আজ নাকি
সেতুর মাঝে বল্টু ভাঙা।
যে ভোগে খুব অম্বলে
আনতে ওকে কবে যাচ্ছো
ওতো থাকে চম্বলে।
ওর রাস্তা তো চড়কডাঙা
ওই পথেতে যেও-না তুমি
যাওয়ার আগে সড়ক ভাঙা।
আজকে না হয় থাক তাই
কাল সকালে তাসটা খেলে
পরশু না হয় যেও-না ভাই।
No comments:
Post a Comment