বাতায়ন/নাট্য সাহিত্য/১ম বর্ষ/৫ম সংখ্যা/১৫ই মে, ২০২৩
নাটক
অমৃতা মজুমদার
— কী হবে?
— পালাচ্ছিস যে?
— কোথায়?
— এই যে!
— দেরি হয়ে গেছে, মা বকবে।
— দেরির কী আছে? যাবি তো আমার সঙ্গে।
— না।
— না মানে?
— না মানে যাব না। না বোঝার মতো তো কিছু নেই।
— কেন? আমার সাথেই তো যাস!
— আজ থেকে আর যাব না। আমি একা যেতে পারি।
— তুই একা যেতে পারবি না সে কথা তো বলিনি। তবে যাবি কেন যখন গাড়ি আছে? আর আমিও তো ওদিকেই যাব!
— এমনি যাব না। মুড নেই।
— না আমার সঙ্গেই চল।
— না। আমি ট্রেনে চলে যাব।
— ভাল লাগছে না, প্লিজ ছাড়।
— ছাড়ব বলে ধরেছি কি?
— উফফ! ভাল লাগছে না!
— আচ্ছা বল, পাস্তাটা কেমন ছিল?
— জানি না।
— সে কী? গপগপ করে খেলি তো!
— তাহলে নিশ্চয়ই ভাল ছিল! বোকা বোকা কথাগুলো বন্ধ কর, মাথাটা গরম হচ্ছে এবার।
— ফুঁ দিয়ে দেব?
ইতিমধ্যে ওরা পৌঁছল গাড়ির কাছে। উঠে বসল। সিটবেল্ট লাগাল স্বপ্ন, শ্রাবণীকেও লাগাতে বলল।
— লাগিয়ে নে।
— কেন? ভরসা নেই নিজের চালানোর উপর?
— সে আছে। তবে মামাকে দেওয়ার মতো ফালতু টাকা নেই।
— কিছু না।
— আজ এত চুপচাপ যে?
— আমি সবার সঙ্গে বেশি কথা বলি না।
— আচ্ছা! আমি এখন সবার দলে?
— হুম।
— বেশ।
— না, যাব না।
— কেন? চল-না!
— যাব না। বিরক্ত করিস না। মাথাটা খুব গরম আছে।
— এসি চালাব?
— মেরেই ফেলব তোকে।
— হয়ে যাক, মরে যা তুই।
— তুইও তো যাবি!
— তোর ভুলে অন্তত আমি মরব না।
— সেই! পাপীদের সহজে মুক্তি মেলে না।
— আমার সঙ্গে যাবি কেন বেড়াতে? তোর যাওয়ার লোকের অভাব? যা তাকে নিয়ে।
— কাকে?
— খিস্তি খেতে ভাল লাগে?
— না, চুমু।
— গিয়ে বল, দেবে।
— আরে! কে দেবে?
— কেন! ক্যাফেতে বসে তো সবার সামনে বলে এলি, ‘প্রাক্তনকে ভোলা যায় না। মনে পড়লে, দেখা হলে বুকের ভিতর চিনচিন করে। কিছু ছিল মাইরি! পরিকথার কন্যা!’ আর আমি তো কাজের মাসি, তিন বাড়ি বাসন মাজি। আরও কী যেন বললি!
— দাঁড়া, ও হ্যাঁ! ‘পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা!’ সেই! পাঁচ আড়াইয়ে মন ভরবে কী করে বল? তখন জাস্ট তোকে একটা লাথি মারতে ইচ্ছে করছিল।
— ইস্ কী হিংসুটে! আহা! ওসব একটু বলতে হয়। আসলে অমিতের সঙ্গে ওর কতটা যোগাযোগ আছে সেটাই বোঝার চেষ্টা করছিলাম।
— সেই! যোগাযোগ থাকলে যদি আমার কথা বলে দেয়, তাহলে তোর অসুবিধা হয়ে যাবে। তাই না?
— না সে-সব না। আমি চাইছি যে ও বলুক।
— যাতে ন্যাকামি মেরে তোকে আবার মেসেজ করে, আবার যাতে যোগাযোগটা তৈরি হয়, তাই তো!
— উফফ আচ্ছা জ্বালা তো!
— স্বাভাবিক! এখন আমি জ্বালা ছাড়া আর কী হব?
— উফফ! তুই বলিস না তোর প্রাক্তনদের কথা?
— বেশ করি। আরও বলব।
— নিজের বেলায় অমনি বেশ করি!
— হ্যাঁ বেশ করি।
— বেশ।
— বৃষ্টি পড়ছে।
— আই ডোন্ট কেয়ার। আমি নামব।
— ভিজলে শরীর খারাপ হবে।
— তাতে তোর কী? আমার কাছে ছাতা আছে।
— না, এখানে নামানো যাবে না।
— কেন?
— কিঁউ আপনে উও কাহায়াত নেহি শুনি? রাত কী আন্ধেরো মে এক আকেলি লেড়কি খুলি হুই তিজোরি য্যাইসা হোতি হ্যায়।
— ডিসগাস্টিং।
— ঠিক বলেছিস, আই ডোন্ট ওয়ার্থ ইট। এটাই বাকি ছিল শুনতে। বাড়ির সবাই মিলে ব্যান্ডেল গেছিলাম সেদিন বেড়াতে, ভোর বেলা বেরিয়ে। ওখানে সারাদিন ঘুরেছি। তারপর ওখান থেকে ইমামবাড়া, সেখান থেকে ত্রিবেণী। পুরোটাই লোকাল ট্রেনে আর টোটোতে। ফেরার পথে যখন তোর সঙ্গে কথা হচ্ছিল, বললি দেখা করতে ইচ্ছে করছে। হাওড়ায় নেমেছি বিকেল পাঁচটা। তারপর ওলা ধরে বাড়ি ফিরেছি, ছ’টা দশ। খানিক জল খেয়ে বাইক নিয়ে বেরিয়েছি, ছ’টা পনেরো। তোর অফিসের সামনে পৌঁছেছি, সাড়ে ছ’টা। অফিস টাইম, কলকাতার রাস্তা, বারো কিলোমিটার! শুধুই তোর মন রাখতে। তা-ও দশ মিনিট দাঁড় করিয়ে রেখেছিলি, কিছু বলিনি। ঠিক, ভালবাসি না!
— সে আমিও করেছি। জীবনে কোনদিন রান্নাঘরে ঢুকিনি, তোর জন্য সেদিন মাংস রান্না করেছি। হাতে ছেঁকাও খেয়েছি।
— সে রান্না তো সবাই খেয়েছে।
— হ্যাঁ, আর সবাই ভাল বলেছে তুই বাদে। তুই বললি জঘন্য হয়েছে, বাঙালের হাতের রান্না খাওয়া যায় না।
— শুধু সেটাই শুনলি? তিনবার চেয়ে খেলাম সেটা দেখলি না?
— তুই রান্না করলে তো আমি চেয়েও খাই, ভাল হয়েছেও বলি।
— আমি একটু আলাদা। আমার একটা স্টাইল আছে।
— ইউ গো টু হেল!
— আই উড লাভ টু! আমি যতদূর জানি, হেল আমেরিকার একটা খুব সুন্দর জায়গা। ওখানেই যাব হানিমুনে।
— হোক।
— তুই খুব খারাপ একটা মানুষ। সব সময় আমার উপর জোর খাটাস।
— একদম না। ভালবাসি শুধু।
— ন্যাকামি রাখ। ওই মেয়েটার সাথে তোর কী সম্পর্ক আমি জানি না কিন্তু।
— সেটা আবার কে?
— শ্রেয়া।
— উফফ! আর ক’বার? বলেছি তো কিছু নেই।
— আমি কী জানি! আমাকে বলিস কিছু নেই। তারপর আমার আড়াল হলেই দেখা করিস হয়তো।
— বাজে বকার জন্য আলাদা করে ডিপ্লোমা করেছিস? দেখাটা করব কখন? রবিবার ছাড়া তোর সঙ্গে আমার অন্যদিন সকালে কোনও কথা হয় না। সেটা ইচ্ছে করেই, সারাদিনে প্রথম দেখা হওয়ার একটা অপেক্ষা তৈরি হয়। একটা ভাবনা থাকে আজ কী ড্রেস পরবে, কেমন চুল বাঁধবে ইত্যাদি। কিন্তু ওই যে দেখা হল সকাল দশটায়, তারপর সারাদিন তো এক সঙ্গে। রাত দশটা-সাড়ে দশটা অবধি এক সঙ্গে থাকি, দুটো পর্যন্ত কথা হয় রোজ। অন্য কারও সাথে দেখা করব কখন?
— সেই! এমনি এমনি ‘ব্যাবু! ব্যাবু!’ লেখা মেসেজ আসে বল?
— আরে! বৃষ্টি পড়ছে তো!
— প্লিজ যাস না। আচ্ছা আই অ্যাম সরি।
— সত্যি! কোথায়? কখন? আমি ইন্টারেস্টেড।
— প্লিজ আর রাগ করিস না। আমি সরি বলছি কান ধরে। অ্যায় কবিরাআআআ মান যাআআআআ...
— সরি তে হবে না।
— তাহলে?
— আমি কী জানি?
— চুমু?
— উমমমম! চলতে পারে।
— চোখ বন্ধ কর।
— কেন, কী হল!
— তুমি ঠোঁট চেনো না?
— চিনি তো।
— তাহলে সেখানে দাও।
— না, ওখানে পাবি না।
— কেন?
— ঝগড়া করার জন্য।
— ঠিক তো!
— হ্যাঁ।
— বেশ। আমাকে স্টেশনে ছেড়ে দে।
— শোন!
— কী?
— আমাকে আরব সাগরের উপর উড়ন্ত ফানুসে চুমু খাবি?
— যদি আমাকে সারা জীবন শ্রাবণী বলে ডাকিস, তবেই!
No comments:
Post a Comment