বাতায়ন/অন্য চোখে/১ম
বর্ষ/৫ম সংখ্যা/১৫ই মে, ২০২৩
অন্য চোখে
অজয় দেবনাথ
কল্যাণী কাজী — একটি স্মৃতি ও…
‘কাজী নজরুল ইসলাম ও
নার্গিসের প্রেম’ সম্পর্কে প্রথম আলোকপাত করা সত্ত্বেও তা বিধিবদ্ধ নথিভুক্ত না থাকায়
আনন্দবাজার পত্রিকার নথি অন্য কথা বলে। এ প্রসঙ্গে ২০১৫ সালের ৩৯-তম আন্তর্জাতিক কলকাতা
বইমেলা, প্রেস কর্ণারের একটি অনুষ্ঠানের উল্লেখ করব। আমার কাছে প্রামাণ্য নথি এই-টুকুই।
সম্প্রতি, গত ১২ই মে
নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ সম্মানীয়া কল্যাণী কাজী প্রয়াত হয়েছেন। মনে-মনে তাঁর স্মৃতিচারণার
সূত্রে আরো কিছু ঘটনা সামনে উঠে এল। না, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি ছিল না।
আন্তর্জাতিক কলকাতা
বইমেলা ২০১৫, ৮ই ফেব্রুয়ারি। প্রেস কর্ণারে নার্গিস ও নজরুলের প্রেমের উপরে আমার
লেখা নাটক ‘ফল্গুধারা’ শ্রুতিনাটক হিসেবে প্রথম পরিবেশন করি। আগে জানতে পারিনি
সেদিন কল্যাণী-দি আসবেন। অনুষ্ঠান শুরুর আগে সামনের সারিতে বসে আছি, হঠাৎ
কল্যাণী-দি এসে পাশে বসলেন। তিনি ‘নজরুলের পাঁচশো গানের স্বরলিপি’র বইটি প্রকাশ
করবেন।
উজ্জ্বল স্মৃতিচারণ।
ReplyDelete