প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Monday, May 15, 2023

কল্যাণী কাজী — একটি স্মৃতি ও… | অজয় দেবনাথ

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/৫ম সংখ্যা/১৫ই মে, ২০২৩

অন্য চোখে
অজয় দেবনাথ

কল্যাণী কাজী — একটি স্মৃতি ও…


‘কাজী নজরুল ইসলাম ও নার্গিসের প্রেম’ সম্পর্কে প্রথম আলোকপাত করা সত্ত্বেও তা বিধিবদ্ধ নথিভুক্ত না থাকায় আনন্দবাজার পত্রিকার নথি অন্য কথা বলে। এ প্রসঙ্গে ২০১৫ সালের ৩৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, প্রেস কর্ণারের একটি অনুষ্ঠানের উল্লেখ করব। আমার কাছে প্রামাণ্য নথি এই-টুকুই।
 
সম্প্রতি, গত ১২ই মে নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ সম্মানীয়া কল্যাণী কাজী প্রয়াত হয়েছেন। মনে-মনে তাঁর স্মৃতিচারণার সূত্রে আরো কিছু ঘটনা সামনে উঠে এল। না, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি ছিল না।
 
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৫, ৮ই ফেব্রুয়ারি। প্রেস কর্ণারে নার্গিস ও নজরুলের প্রেমের উপরে আমার লেখা নাটক ‘ফল্গুধারা’ শ্রুতিনাটক হিসেবে প্রথম পরিবেশন করি। আগে জানতে পারিনি সেদিন কল্যাণী-দি আসবেন। অনুষ্ঠান শুরুর আগে সামনের সারিতে বসে আছি, হঠাৎ কল্যাণী-দি এসে পাশে বসলেন। তিনি ‘নজরুলের পাঁচশো গানের স্বরলিপি’র বইটি প্রকাশ করবেন।



 
আমার বুক দুরুদুরু শুরু হয়ে গেল। নাটকে নজরুলের বেশ কিছু ব্যক্তিগত প্রসঙ্গ এবং পারিবারিক বিষয় ছিল, উনি কীভাবে নেবেন ভেবে-ভেবেই টেনশনে অস্থির হয়ে উঠলাম। পাশে বসে আমার সহ-অভিনেত্রী ও দলের অন্যতম সদস্যা সুপ্রিয়া Supriya Ganguly আমাকে সাহস দিয়ে বলল, অত চিন্তা না করতে, যেমন স্ক্রিপ্টে আছে, রিহার্সাল হয়েছে তেমনই হবে। আমি কৃতজ্ঞ সুপ্রিয়ার কাছে।



 
শো-এর শেষে পৃত্থিরাজ-দা Prithviraj Sen আমাকে জড়িয়ে ধরলেন। স্টেজ থেকে নেমে এসে কল্যাণী-দিকে প্রণাম করলাম। তিনি আপ্লুত। আশীর্বাদ করে বললেন খুব ভাল কাজ করেছ, এগিয়ে চলো অজয়। ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। এ আমার জীবনের এক পরম পাওয়া।



 
সেদিনের অনুষ্ঠানে পঙ্কজ সাহা, দেবাশিস মল্লিক চৌধুরী, চন্দ্রশেখর ভট্টাচার্য-সহ অনেক গুণী মানুষই উপস্থিত ছিলেন।



 





 

 

1 comment:

  1. উজ্জ্বল স্মৃতিচারণ।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)