বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩
কবিতা
দীপক বেরা
তবু এখনও সাবালক হতে পারল না
আমাদের প্রজ্ঞার, চেতনার অনুভূতিদেশ
একদিন গহীন রাত্রির ভিতর ইথার ছিঁড়ে
মিলিয়ে যায় আকাশের নক্ষত্রের ভিতর
বিছিয়ে দেয় পরমায়ুর প্রচ্ছায়া, উপচ্ছায়া সব
ফেলে যায় সমুদ্রতীরে লবণাক্ত প্রথম চুম্বন
ভেসে যায় নদীজলে পুজোশেষের অবশেষ
যেসব নারীরা সঞ্চয় করেছিল আঁচলে
আছড়ে পড়া ঢেউয়ের পর ঢেউ
তাদের কোথাও দেখি না আর
মলিন গোধূলির মতো একবস্ত্রা হয়ে
তারাও ফিরে গেছে কবে
মন্দিরচূড়ায় উঁকি দেয় যেন তার নাকছাবি চাঁদ
প্রবাহের আর্ত শব্দ ঢেলে পাতারা ঝরে যায়
গোপন জ্যোৎস্নার মতো কোথায় যেন
এখনও বাউলের একতারা বাজে…
আজকাল সাবালক হওয়ার সাধ জাগে বড়!
সাবালক সাধ
উদ্দাম জোশ, উন্মত্ত
যৌবন চলে যাচ্ছে
ভালবাসাহীন উপত্যকা
পেরিয়ে—তবু এখনও সাবালক হতে পারল না
আমাদের প্রজ্ঞার, চেতনার অনুভূতিদেশ
একদিন গহীন রাত্রির ভিতর ইথার ছিঁড়ে
মিলিয়ে যায় আকাশের নক্ষত্রের ভিতর
বিছিয়ে দেয় পরমায়ুর প্রচ্ছায়া, উপচ্ছায়া সব
ফেলে যায় সমুদ্রতীরে লবণাক্ত প্রথম চুম্বন
ভেসে যায় নদীজলে পুজোশেষের অবশেষ
যেসব নারীরা সঞ্চয় করেছিল আঁচলে
আছড়ে পড়া ঢেউয়ের পর ঢেউ
তাদের কোথাও দেখি না আর
মলিন গোধূলির মতো একবস্ত্রা হয়ে
তারাও ফিরে গেছে কবে
মন্দিরচূড়ায় উঁকি দেয় যেন তার নাকছাবি চাঁদ
প্রবাহের আর্ত শব্দ ঢেলে পাতারা ঝরে যায়
গোপন জ্যোৎস্নার মতো কোথায় যেন
এখনও বাউলের একতারা বাজে…
আজকাল সাবালক হওয়ার সাধ জাগে বড়!
বাহ, বড় ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 💐💐💐💐🙏🏻
ReplyDeleteআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা! 🌹💖🙏
Delete