বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
কবিতা
পূর্বা দাস
অকালবর্ষা
পাহাড়ের কাছে আসব বলে
খুলে রেখেছি দার্ঢ্য
আরো যত চকমকে পোশাক-আশাক…
রোদ চশমার প্রয়োজন নেই
তিলে তিলে তৈরি করা দৃষ্টি
দগ্ধ হোক নাহয় আরো খানিক
বর্ষাতিও কাছে নেই
এখন অকাল বর্ষায় ভিজতে ভিজতে
পাহাড়কে বলি
বেশ, এ-ও তো ভালোই…
খুলে রেখেছি দার্ঢ্য
আরো যত চকমকে পোশাক-আশাক…
তিলে তিলে তৈরি করা দৃষ্টি
দগ্ধ হোক নাহয় আরো খানিক
এখন অকাল বর্ষায় ভিজতে ভিজতে
পাহাড়কে বলি
বেশ, এ-ও তো ভালোই…
এটাও তো ভালোই !
ReplyDeleteধন্যবাদ আপনাকে।
Delete