বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
বৈদূর্য্য সরকার
গ্যারান্টি
ব্যর্থ প্রেম আর বশীকরণের পোস্টার লাগানো থাকে
লোকাল ট্রেনের প্রতি কামরায়, তবু নিজের এলাকা
ছেড়ে যাইনি কোথাও, নতুন দলীয় গল্পের খোঁজে
সাবেক বিশ্বাসে টালির মাচায় ঝোলে সঞ্চয়ের লাউ!
দেওয়াল জুড়ে মনীষীর ছবি এঁকে শিশুতোষ পাঠে
বোঝা যায়নি আজও কে গেছে সঠিক কোন দিকে,
নির্বোধের দলে না ভিড়লে জানতে পারা যায় না
‘ঝড় উঠলে এ দেশে যেভাবে যে পারো লুটেপুটে খাও।’
যাদের মাসের মাঝে আরেকবার মাইনে হলে
উপকার হত, লোকের ভোটের কথা কে আর ভাবছে
টি-টোয়েন্টি যুগে ভগবান বলে কেউ দলীয় প্রতীকে
ঢুকে গেছে সাবেক খোঁয়াড়ে বিপ্লবের শেষ অঙ্কে।
লোকাল ট্রেনের প্রতি কামরায়, তবু নিজের এলাকা
ছেড়ে যাইনি কোথাও, নতুন দলীয় গল্পের খোঁজে
সাবেক বিশ্বাসে টালির মাচায় ঝোলে সঞ্চয়ের লাউ!
বোঝা যায়নি আজও কে গেছে সঠিক কোন দিকে,
নির্বোধের দলে না ভিড়লে জানতে পারা যায় না
‘ঝড় উঠলে এ দেশে যেভাবে যে পারো লুটেপুটে খাও।’
উপকার হত, লোকের ভোটের কথা কে আর ভাবছে
টি-টোয়েন্টি যুগে ভগবান বলে কেউ দলীয় প্রতীকে
ঢুকে গেছে সাবেক খোঁয়াড়ে বিপ্লবের শেষ অঙ্কে।
কবিতার অনেক পঙক্তি অতি সুন্দর হয়েও সামগ্রিকভাবে কতটা উৎরে গেল বলতে পারছি না। আর শেষ অঙ্কেও 'গ্যারান্টি'র গাঁট্টা টা মাথায় ঢুকলো না। জ.মি
ReplyDeleteগ্যারান্টি এক অলীক বস্তু...
ReplyDelete