প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Saturday, June 17, 2023

অর্জুনের প্রতি উলুপী | কৃতিকণা চিনি

বাতায়ন/হলদে খাম/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০

হলদে খাম
কৃতিকণা চিনি


অর্জুনের প্রতি উলুপী

(স্ত্রীর পত্র)

হে পরমপুরুষ অর্জুন,

জানি না, আজ আর আমার কথা আপনার মনে আছে কিনা... তবুও আজ বহু কাল বাদে এই প্রথমবার আপনার উদ্দেশ্যে পত্র লিখতে বসলাম।

গঙ্গা নদীর জলভাগ ঐরাবতের শাসক নাগরাজ কৌরব্যের কন্যা আমি, অর্ধ-মানবী, অর্ধ-সর্পিণী। তখন আপনার ব্রহ্মচর্য চলছে, বনবাসী আপনি। যাজ্ঞসেনী আপনার প্রথমা স্ত্রী হলেও, তখনও অবধি তা শুধু মাল্যদান পর্যন্তই সীমাবদ্ধ ছিল। স্ত্রী হিসেবে তাঁকে কাছে পাওয়ার আগেই নিয়ম আর শর্তের জাঁতাকলে পড়ে দ্বাদশ বর্ষের জন্য বনবাসে যেতে হয় আপনাকে। হরিদ্বারের গঙ্গাবক্ষে প্রথম দর্শনেই আপনার প্রণয়াসক্ত হয়ে পড়লাম। আমি যে পূর্ব-বিবাহিতা, গরুড়ের হাতে নিহত সুপর্ণ নাগের যুবতী বিধবা স্ত্রী— আপনার কন্দর্পকান্তি তেজদীপ্ত স্বর্গীয় রূপে বিমুগ্ধ হয়ে সেকথা সম্পূর্ণ বিস্মৃত হলাম।

যদিও রূপে গুণে আমিও কোনো অংশে কম ছিলাম না। হে পার্থ, আপনি মহাবীর হলেও, যোদ্ধা হিসেবে নাগ রাজকন্যার খ্যাতিও ছিল ত্রিভুবন চর্চিত। তবে, গুণীর কদর দিতে তৃতীয় পাণ্ডবের জুড়ি মেলা ভার। তাছাড়া, নারীর পৌরুষত্ব বরাবরই আপনার পছন্দের। পরে, ঠিক যেমনটি ঘটেছিল চিত্রাঙ্গদার বেলাতেও। তাই, অনতিবিলম্বে গান্ধর্ব বিবাহ হল আমাদের। সমগ্র নাগলোকে পুষ্পবৃষ্টি হল। জামাতা পৃথানন্দনের আতিথেয়তা সমাদর উৎসবে মেতে উঠলেন স্বয়ং নাগরাজ কৌরব্য। সেদিন প্রেমতুষ্ট আমি উপহার হিসেবে যে বর আপনাকে দিয়েছিলাম, তাতে আপনি জলের ভিতর অজেয় হলেন এবং সমস্ত জলচর আপনার বশীভূত হল। মনে পড়ে?

সে অর্থে আমিই আপনার জীবনে প্রথম নারী এবং আমার গর্ভজাত সন্তান ইরাবানই আপনার প্রথম পুত্র। এক অনার্য রমণী হয়ে আপনার মতো এক ক্ষত্রিয় বীরের সঙ্গ লাভ ও তাঁর সন্তানের জননী হওয়া আমার কাছে যে কী ভীষণ গৌরবের, সে’-কথা আমার ঈশ্বর জানেন। তাই, এ সম্পর্ক আমি সন্তানের কাছেও লুকোইনি কখনও। আমি পরপূর্বা হওয়ায়, ইতিহাস ইরাবানকে বরাবরই আমার পূর্ব পতির ক্ষেত্রজ সন্তান হিসেবে চিহ্নিত করলেও, ইরাবান যে আপনারই সন্তান, সে’-কথা অস্বীকার করার ক্ষমতা স্বয়ং আপনারও নেই। ইন্দ্রলোকেও ইরাবান অর্জুন-পুত্র রূপেই খ্যাত।

শুধু কী তাই? ইরাবানের সাথে সাথে, চিত্রাঙ্গদা-পুত্র বভ্রূবাহনকেও সযত্নে লালনপালন করে তিল তিল করে গড়ে তুলেছিলাম আমি। সতীনপুত্র— এ কথা কখনও মনেও আসেনি।

ছায়াসঙ্গী ছিলাম আপনার। একটি মুহূর্তের জন্যও ছেড়ে যাইনি আপনাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হারাল আমাদের ইরাবান। শিখন্ডীকে সামনে রেখে যখন আপনি পিতামহ ভীষ্মকে শরশয্যায় শায়িত করলেন, গঙ্গাদেবীকে সাক্ষী রেখে বসুগণ আপনাকে নরক বাসের অভিশাপ দিলেন। ভয়ে চিন্তায় অস্থির হয়ে গেলাম আমি। পাগলিনির মতো ছুটে গেলাম পিতার কাছে। পিতার অনুরোধে বসুগণ শাপমোচনের যে উপায় বললেন, তা ততোধিক ভয়ানক। পুত্র বভ্রূবাহনের বাণে পরাস্ত হয়ে রণভূমিতে শয্যাশায়ী হলে তবেই নরকবাসের অভিশাপ থেকে মুক্তি পাবেন আপনি!

কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে, জ্যেষ্ঠভ্রাতা যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে যুদ্ধার্থী আপনি যখন মণিপুর পৌঁছলেন, যুদ্ধ তো দূর, বভ্রূবাহন ভক্তি সহকারে আপনাকে অভ্যর্থনা জানাল। পুত্রের এই কাপুরুষতায় যখন আপনি ধিক্কার জানাচ্ছেন, তখন আমার আদেশে বভ্রূবাহন পিতার সাথে যুদ্ধে সম্মত হয়ে আপনাকে শরশয্যায় শায়িত করল। মনে আছে, নাগলোক থেকে আনা সঞ্জীবন-মণির স্পর্শে আমিই সেদিন আপনার পুনর্জীবন প্রদান করি?

হয়তো অনার্য বলেই ইতিহাস সেভাবে আমাকে স্বীকৃতি দেয়নি কখনও। আপনিও কি সে অর্থে কখনও আমায় স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন? রাজকন্যা হলেও, কৃষ্ণা চিত্রাঙ্গদা উত্তরার তুলনায় আমি যে নিতান্ত এক নাগিনি! ‌

এমনকি পাণ্ডবদের সশরীরে স্বর্গে যাওয়ার সময়ও উল্লেখযোগ্য ভাবেই ব্রাত্য ছিলাম আমি। তবুও, মহাপ্রস্থানের মুহূর্ত পর্যন্ত আপনার ছায়া হয়েই দাঁড়িয়ে ছিলাম। মেরু পর্বত আরোহণ কালে যতক্ষণ পর্যন্ত আপনার সুদীর্ঘ তনু বিন্দুতে না মিলিয়ে যায়, ততক্ষণ অপলক চেয়ে ছিলাম।

জানি, সশরীরে স্বর্গলাভ হয়নি আপনার। শুধুমাত্র বিদেহী আত্মার স্বর্গপ্রাপ্তি ঘটেছে। তবে আমি আজও পাতালবাসী। এক প্রকার নরকবাসীও বলতে পারেন।

স্বর্গপ্রাপ্ত সুবিখ্যাত বীর আর্য স্বামীকে তাঁর নরকগামী অনামি অনার্য পত্নীর শত-কোটি প্রণাম।


ইতি-

আপনার দ্বিতীয়া স্ত্রী উলুপী। 
(নাগলোক)।

2 comments:

  1. খুব ভালো লাগল। - জয়িতা

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জয়িতা।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)