বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০
কবিতা
দেবলীনা
অক্ষরবৃত্ত ঘোর
অজস্র মান্যতা ও সম্ভ্রমের আদলে আছ জড়িয়ে
তোমায় অবলীলায় পড়া যায়...
হোক সে দেবনাগরী বা ব্রাহ্মী লিপির হরফ
যদিও,
মাঝে মাঝে বাদ সাধে অনড় কিছু যতিচিহ্ন!
তুচ্ছ কিছু শিলাখণ্ডের মতো
কখনো এড়িয়ে যাওয়া বা হাওয়া বদলের গতিবিধি,
যত অস্ফুট সংলাপকে তাড়িয়ে বেড়ায়
আর শেষ বিকেলের আলো শুষে নেয় অক্ষরবৃত্ত ঘোর
অথচ,
আমার মধ্যে তখনো কথার ঢেউ বেহুলার মতো ভাসে
সত্যি বলতে,
তোমার সাথে কথা না হলে সবকিছু ভুল হয়ে যায় নিমেষে…
হোক সে দেবনাগরী বা ব্রাহ্মী লিপির হরফ
মাঝে মাঝে বাদ সাধে অনড় কিছু যতিচিহ্ন!
কখনো এড়িয়ে যাওয়া বা হাওয়া বদলের গতিবিধি,
যত অস্ফুট সংলাপকে তাড়িয়ে বেড়ায়
আর শেষ বিকেলের আলো শুষে নেয় অক্ষরবৃত্ত ঘোর
আমার মধ্যে তখনো কথার ঢেউ বেহুলার মতো ভাসে
সত্যি বলতে,
তোমার সাথে কথা না হলে সবকিছু ভুল হয়ে যায় নিমেষে…
No comments:
Post a Comment