প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, June 17, 2023

অক্ষরবৃত্ত ঘোর | দেবলীনা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০

কবিতা
দেবলীনা

অক্ষরবৃত্ত ঘোর


অজস্র মান্যতা ও সম্ভ্রমের আদলে আছ জড়িয়ে
 
তোমায় অবলীলায় পড়া যায়...
হোক সে দেবনাগরী বা ব্রাহ্মী লিপির হরফ
 
যদিও,
মাঝে মাঝে বাদ সাধে অনড় কিছু যতিচিহ্ন!
 
তুচ্ছ কিছু শিলাখণ্ডের মতো
কখনো এড়িয়ে যাওয়া বা হাওয়া বদলের গতিবিধি,
যত অস্ফুট সংলাপকে তাড়িয়ে বেড়ায়
আর শেষ বিকেলের আলো শুষে নেয় অক্ষরবৃত্ত ঘোর
 
অথচ,
আমার মধ্যে তখনো কথার ঢেউ বেহুলার মতো ভাসে
সত্যি বলতে,
তোমার সাথে কথা না হলে সবকিছু ভুল হয়ে যায় নিমেষে…

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)