বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০
কবিতা
রুবি রায়
ধূমকেতু
নিখুঁত দক্ষতায় বিপ্লব এঁকে দাও অধরোষ্ঠে
নাভির শীৎকারে তোমার আদুরে বায়নারা পিছলে যাচ্ছে কুচযুগল তীরে
ঘোমটাহীন সানুদেশ নহবতে পরিপূর্ণ হবার পরেও
সংশয় মাথা রাখে বিকেলের কেমন করা রোদে।
বিনোদিনীর হাটভাঙা সন্ধ্যাঞ্চলে ছায়ারা অদৃশ্য
অভিযোজনীয় অশ্রুজল হয়ে ওঠে তার সর্বকালের জাতীয়তা
সংশয় মাথা রাখে বিকেলের কেমন করা রোদে।
বিনোদিনীর হাটভাঙা সন্ধ্যাঞ্চলে ছায়ারা অদৃশ্য
ভালো লাগলো।
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
Deleteবাহ দারুণ
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ।
Deleteঅসম্ভব সুন্দর লেখা
ReplyDelete