বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
ভিসুভিয়াস
তার চাইতেও ঢের বেশি
প্রজ্বলন তোমার দু'চোখে...
সত্য-ন্যায়-নিষ্ঠারা ক্রমাগত চিতার আগুনে
হড়পা বানে ভেসে যাচ্ছে প্রজন্ম ভবিষ্যৎ
চতুর্পাশ বিষাদেই ঘেরা...
আরজিকর, টেট পাশ, চাকরির ভাঁওতায় বাংলার মাটি
এবার উৎস মুখ খোলো। ঝরে পড়ুক
লাভা
গলে যাক নষ্ট মুখ, নষ্টের কারিগর
নষ্ট প্রগলভতা।
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
জ্বলন্ত ভিসুভিয়াস দেখিনি
কখনো।
পড়েছি তার ভৌগলিক রূপ।
তার চতুর্সীমায় অহরহ
প্রজ্বলিত আলো।
প্রজ্বলন তোমার দু'চোখে...
সত্য-ন্যায়-নিষ্ঠারা ক্রমাগত চিতার আগুনে
হড়পা বানে ভেসে যাচ্ছে প্রজন্ম ভবিষ্যৎ
চতুর্পাশ বিষাদেই ঘেরা...
আরজিকর, টেট পাশ, চাকরির ভাঁওতায় বাংলার মাটি
গলে যাক নষ্ট মুখ, নষ্টের কারিগর
নষ্ট প্রগলভতা।
No comments:
Post a Comment