বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
সুশান্ত সেন
ভাবনা
যতই তুমি থাকছ দূরে দূরে
ভাবছ ঝড় থমকে যাবে দুপুর রোদ্দুরে,
ততই ক্ষত বাড়তে থাকে, বাড়ন্ত ঔষধি
শুকিয়ে আসে সচল চলার নদী।
যতই তুমি মিথ্যা নিয়ে
জীবনটাকে টান
পেশি শক্তি সর্ব শক্তি এটাই কেবল মানো,
ততই জীবন যাচ্ছে দূরে সরে
থাকছ তুমি নিজের মধ্যে বিষন্ন এক ঘোরে।
এই জড়তা পিছন দিকে ঠেলে
মোকাবিলা করতে হবে জীবনটাকে মেলে
তা নাহলে বৃথা জীবনটাই
এই সত্য যেন সর্বদাই।
কবিতা
সুশান্ত সেন
যতই তুমি শুভ ভাবনা ভাব, পাড়ায় পাড়ায় ক্ষত
রক্ত ঝরে রক্ত পড়ে সতত।
ভাবছ ঝড় থমকে যাবে দুপুর রোদ্দুরে,
শুকিয়ে আসে সচল চলার নদী।
পেশি শক্তি সর্ব শক্তি এটাই কেবল মানো,
থাকছ তুমি নিজের মধ্যে বিষন্ন এক ঘোরে।
মোকাবিলা করতে হবে জীবনটাকে মেলে
তা নাহলে বৃথা জীবনটাই
এই সত্য যেন সর্বদাই।
No comments:
Post a Comment