বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
শামীম নওরোজ
কয়েকটি
শব্দ মাত্র
কিছু মানুষকে আমি অপছন্দ করি
তারা না দৌড়ায়, না ঘুমায়
আমি আগুনের ভেতর দিয়ে হেঁটে
যাচ্ছি
সামনে অস্পষ্ট সন্ধ্যার শিশির
কবিতা
শামীম নওরোজ
পাতা ও পাখির প্রেম কেউ দেখতে
পায় না
আমাকে পোড়াচ্ছে সামুদ্রিক লবণ
শব্দ বোঝে না, সে কেমন করে কবিতা হয়ে যায়
প্রেমিক প্রেমিকার জন্য
অপেক্ষা করছে
তারা না দৌড়ায়, না ঘুমায়
সামনে অস্পষ্ট সন্ধ্যার শিশির
No comments:
Post a Comment