বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০
কবিতা
আলোক মণ্ডল
[২টি কবিতা]
ডড্ ও মদ
ডড্
স্বপ্ন ইভের, আদম স্বপ্ন দেখে
পশুর স্বপ্ন নেই
গরিবেরও।
দিন আনি দিন খাই—
দু'হাত দু'পা সমান কর্মক্ষম নসিবের।
ছেঁড়া কাঁথায় লিরিল সাবান ফেনা
খাটো বিকিনি
অবাস্তব ডড্ এবং ডড্ বিসর্গের মতো গোল,
শূন্য শূন্য অর্থাৎ ফাঁকা।
গরিবেরও।
দিন আনি দিন খাই—
দু'হাত দু'পা সমান কর্মক্ষম নসিবের।
ছেঁড়া কাঁথায় লিরিল সাবান ফেনা
খাটো বিকিনি
অবাস্তব ডড্ এবং ডড্ বিসর্গের মতো গোল,
শূন্য শূন্য অর্থাৎ ফাঁকা।
মদ
চাঁদ চোঁয়ানো মদ ঝরে কামিনী বনে
তার নাম ঘুম
ঘুমের অপর নাম খেলা মেলা যাই দিই
ঘুম এক আশ্চর্য সময় পরিধি।
অন্তর্বর্তী স্বপ্ন
লিরিল ফেনার মতো
ওয়াটার ফলসে ঝাঁপাঝাঁপি।
ঘোর-লাগা ঝুম কেটে নেয় গলব্লাডার
বুঝতে পারনি
অয় অয় এরকমই হয় বুঝতে পারনি...
শিউলি ঝরে গেলে ব্যথা জাগে
একদা
তখন তো বিসর্জনের সময়, বলো দুগ্গা ইত্যাদি
তার নাম ঘুম
ঘুমের অপর নাম খেলা মেলা যাই দিই
ঘুম এক আশ্চর্য সময় পরিধি।
অন্তর্বর্তী স্বপ্ন
লিরিল ফেনার মতো
ওয়াটার ফলসে ঝাঁপাঝাঁপি।
ঘোর-লাগা ঝুম কেটে নেয় গলব্লাডার
বুঝতে পারনি
অয় অয় এরকমই হয় বুঝতে পারনি...
শিউলি ঝরে গেলে ব্যথা জাগে
একদা
তখন তো বিসর্জনের সময়, বলো দুগ্গা ইত্যাদি
No comments:
Post a Comment