বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
অমৃতা মুখার্জি
প্রবহমান
পাতা ঝরা নিঃশব্দে, বড় ক্লান্ত যাপনকাল,
নাগরিক দিন ধূসর, ক্রমশ জমছে হাটুরে কোলাহল।
চেনা মুখ বড় অচেনা লাগে জীবনের চালচিত্রে
নাগরিক দিন ধূসর, ক্রমশ জমছে হাটুরে কোলাহল।
চেনা মুখ বড় অচেনা লাগে জীবনের চালচিত্রে
সাদা-কালো এই দ্বন্দ্বে, ধন্দে পুরনো সত্যি-মিথ্যে।
মন তুই কত দূরে, চল ঘুরে আসি মেঘ-পাহাড়ে,
খুচরো জীবন ভাঙিয়ে, ভেঙে নিষেধের বেড়া পেরিয়ে।
কখন যে তোর ফুরোয় আবেগ, কখন বাসিস ভাল।
জীবন স্রোতে ভাসছে ডিঙি অথৈ পারাবার,
তুফান উঠুক মাঝ দরিয়ায় ঢেউ ভেঙে দিক ঘর।
নদী এখন বইছে যেমন জোয়ারভাটার মাঝে,
হাটুরে দিন যাচ্ছে মুছে, হাজার নষ্ট-কাজে।
হঠাৎ যদি বাঁধ-ভাঙা স্রোত দুরন্ত বন্যায়,
হতেই পারে, একলা তুমি… আবার অপেক্ষায়।
No comments:
Post a Comment