বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
রিতা মিত্র
অতলান্ত অপেক্ষা
সবুজের আলপথ ধরে যতদূর দৃষ্টির দৌড়
ততদূর সৃষ্টি পেতে রেখেছে মায়ার আঁচল
গোধূলির গায়ে অলীক সুবাস
রাখালের বাঁশিতে মিলনের সুর
আসন্ন সন্ধ্যায় গাঁয়ের বধূ প্রদীপ জ্বালে উঠোনে
নদীর নূপুর বেজে যায় একনাগাড়ে
দাওয়ায় বসে থাকা দুটি চোখ চেয়ে থাকে মেঠো পথের দিকে
পলকে তার অতলান্ত অপেক্ষা।
ততদূর সৃষ্টি পেতে রেখেছে মায়ার আঁচল
গোধূলির গায়ে অলীক সুবাস
রাখালের বাঁশিতে মিলনের সুর
আসন্ন সন্ধ্যায় গাঁয়ের বধূ প্রদীপ জ্বালে উঠোনে
নদীর নূপুর বেজে যায় একনাগাড়ে
দাওয়ায় বসে থাকা দুটি চোখ চেয়ে থাকে মেঠো পথের দিকে
পলকে তার অতলান্ত অপেক্ষা।
No comments:
Post a Comment