বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০
কবিতা
সৈয়দ হাসমত জালাল
ডাক
মাঝে মাঝে নৈঃশব্দ্যের সেতুটিও ঢেকে যায় কুয়াশায়
শেষরাত্রির জ্যোৎস্নার আলো দেখে
আকস্মিক ডেকে ওঠে ঘুমভাঙা পাখি
বিস্ময়ে চোখ মেলে বিমর্ষ চরাচর
শেষরাত্রির জ্যোৎস্নার আলো দেখে
আকস্মিক ডেকে ওঠে ঘুমভাঙা পাখি
বিস্ময়ে চোখ মেলে বিমর্ষ চরাচর
মাঝে মাঝে মনখারাপের দিন আসে
যেমন আশ্বিনের ঝলমলে আকাশে ঘন কালো মেঘ
তারপর বৃষ্টি নামে বুকচাপা অশ্রুত কান্নার মতো
মসৃণ সবুজ পাতায় টলমল করে আশ্চর্য প্রণয়বিন্দুগুলি
যেমন আশ্বিনের ঝলমলে আকাশে ঘন কালো মেঘ
তারপর বৃষ্টি নামে বুকচাপা অশ্রুত কান্নার মতো
মসৃণ সবুজ পাতায় টলমল করে আশ্চর্য প্রণয়বিন্দুগুলি
মাঝে মাঝে নদীর ঢেউয়ের মতো ছলাৎ ছলাৎ বিধুরতা
পাড় ভাঙে নিঃসঙ্গ বুকের, কে ডেকে ওঠে, মন...
কেউ কি সাড়া দেয়?
আদরে-সোহাগে জড়ানো সেই ডাক বুকে নিয়ে
জেগে থাকে তারাভরা রাতের পৃথিবী
পাড় ভাঙে নিঃসঙ্গ বুকের, কে ডেকে ওঠে, মন...
কেউ কি সাড়া দেয়?
আদরে-সোহাগে জড়ানো সেই ডাক বুকে নিয়ে
জেগে থাকে তারাভরা রাতের পৃথিবী
No comments:
Post a Comment