বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম
বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
কবিতা
শান্তময় গোস্বামী
জরুল
অন্ধকার ঘিরে থাকে এখন
জরুলের মাথায় সবসময়
ট্যাক্সিটা বোসপুকুর মোড়ে স্লো হতেই ছুঁতে যায়
ছুটতে থাকে পাশাপাশি… যেন স্বপ্নগুলোকে এগিয়ে দেবে
জরুল আজ উঠেছে উঁচু এক গাছে, তরতর করে,
ছাড়া পেয়েছে সে আজ হঠাৎ সাজানো বাগানে।
নামে না সে কিছুতেই, যতক্ষণ না ওই খর্বকায়া নার্সটি এসে
মিনতি করে নামায় তাকে।
নার্স আসে দ্রুত, দমকল সৈনিকের মতো
কী-কী যেন বলে হাত নেড়ে নেড়ে,
তাতে খুশি হয়ে নেমে আসে উঁচু ডাল থেকে বিমুগ্ধ জরুল…
ঝোলের আনন্দে যেইভাবে নেমে আসে কইমাছ,
পাতে ক্রমিক সংখ্যার মতো সহজ স্বচ্ছন্দে।
ঝিলমিল করে বয়ে যায়, সেবিকার বোধে, জরুলের বিকল বিবেক।
জরুল আবার ফিরে যাবে আজ সেই সুশ্রুত-আশ্রমে
ধর্মগণ্ডিকায় মাথা রেখে নির্বিকার নিয়ে নেবে
তেরোটি ইলেকট্রিক শক
তেরোবার স্বীকারোক্তি, স্বাস্থ্যযাজকের শান্ত সুধীর নির্দেশে।
ট্যাক্সিটা বোসপুকুর মোড়ে স্লো হতেই ছুঁতে যায়
ছুটতে থাকে পাশাপাশি… যেন স্বপ্নগুলোকে এগিয়ে দেবে
জরুল আজ উঠেছে উঁচু এক গাছে, তরতর করে,
ছাড়া পেয়েছে সে আজ হঠাৎ সাজানো বাগানে।
নামে না সে কিছুতেই, যতক্ষণ না ওই খর্বকায়া নার্সটি এসে
মিনতি করে নামায় তাকে।
নার্স আসে দ্রুত, দমকল সৈনিকের মতো
কী-কী যেন বলে হাত নেড়ে নেড়ে,
তাতে খুশি হয়ে নেমে আসে উঁচু ডাল থেকে বিমুগ্ধ জরুল…
ঝোলের আনন্দে যেইভাবে নেমে আসে কইমাছ,
পাতে ক্রমিক সংখ্যার মতো সহজ স্বচ্ছন্দে।
ঝিলমিল করে বয়ে যায়, সেবিকার বোধে, জরুলের বিকল বিবেক।
জরুল আবার ফিরে যাবে আজ সেই সুশ্রুত-আশ্রমে
ধর্মগণ্ডিকায় মাথা রেখে নির্বিকার নিয়ে নেবে
তেরোটি ইলেকট্রিক শক
তেরোবার স্বীকারোক্তি, স্বাস্থ্যযাজকের শান্ত সুধীর নির্দেশে।
No comments:
Post a Comment