বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম
বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
কবিতা
মধুপর্ণা বসু
আত্ম মোচন
বয়সের সঙ্গে সঙ্গে অনুভূতির নতুন দরজা খুলে যায়
হাতের কাজ, শরীরের আড়ামোড়া না ভাঙলেও চোখ সচল থাকে, ঝড়ের মতো আছড়ে পড়ে না
হাতের কাজ, শরীরের আড়ামোড়া না ভাঙলেও চোখ সচল থাকে, ঝড়ের মতো আছড়ে পড়ে না
শুধু কঠিন নিরাসক্ত ধীর গতির
যানে বসে দু’ দিকের অজস্র ওঠানামা, ছ্যাবলামি, কারচুপি দেখতে দেখতে স্টপেজ
পার হয়ে
যাই।
ফিরে আসার খুব টান থাকলেও
কেমন পাঁজরের গভীর বলে ওঠে সমস্তটা পচনশীল, পক্ষাঘাত জর্জরিত, যেয়ো না ফিরে
বরং ছবিটা শেষ করো
তোমার সূক্ষ্ম তুলি সূক্ষ্মতর হোক…
ভাঙনের আগে দিয়ে যেয়ো—
নিখুঁত প্রেক্ষাপটে নির্ভুল নগ্ন কিছু ছবি
কেমন পাঁজরের গভীর বলে ওঠে সমস্তটা পচনশীল, পক্ষাঘাত জর্জরিত, যেয়ো না ফিরে
বরং ছবিটা শেষ করো
তোমার সূক্ষ্ম তুলি সূক্ষ্মতর হোক…
ভাঙনের আগে দিয়ে যেয়ো—
নিখুঁত প্রেক্ষাপটে নির্ভুল নগ্ন কিছু ছবি
No comments:
Post a Comment