বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম
বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
কবিতা
পিয়াংকী
নাগরিক
ব্যক্তিগতই তো ছিল
প্রাচীন সেই হরিণী-ভাষা
লুকোবো ভেবেও তবু খুলে
দিয়েছি দুয়ার
সেখানে নিষিদ্ধ বারবেলা আসে, জন্মকালীন ছায়া পড়ে
শাখানদীতে গা ভেজায় চোরাচালানকারী
ঘন হয় গলার জরুল আর
কপালের জোয়ার
পিঠের ওপর জমে ওঠা চন্দ্রগ্রহণ নিয়ে বিস্তর আলোচনা
নগরায়ন থেকে শুরু করে শীতের ফাটা ঠোঁট--
আচম্বিতে,
মানুষের আনাগোনা
অবশ্য, সেই ঘনত্ব ছুঁতে কি পারে অপদেবতার আয়োজন?
সামান্য হেলতে হেলতে
শবাসনে ঢুকে পড়ে জনতা
পরিধি কমে।
প্রয়োজন অনুসারে, ক্রমশ
নাগরিক...
সেখানে নিষিদ্ধ বারবেলা আসে, জন্মকালীন ছায়া পড়ে
শাখানদীতে গা ভেজায় চোরাচালানকারী
পিঠের ওপর জমে ওঠা চন্দ্রগ্রহণ নিয়ে বিস্তর আলোচনা
নগরায়ন থেকে শুরু করে শীতের ফাটা ঠোঁট--
মানুষের আনাগোনা
অবশ্য, সেই ঘনত্ব ছুঁতে কি পারে অপদেবতার আয়োজন?
পরিধি কমে।
No comments:
Post a Comment