প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 26, 2023

পরীক্ষা | সৌগত গোস্বামী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০

কবিতা
সৌগত গোস্বামী

পরীক্ষা

পরীক্ষায় তোমার ফলাফল নাকি ভাল নয়!
তাতে আমাদের কী?
একটি ফুল ফুটে ওঠার অস্ফুট শব্দ ধরা আছে তোমার ভেতর।
ধরা আছে খসে-পড়া তারাটির কান্না।
 
যা আমি বলতে চেয়েছিলাম সরস্বতী ঠাকুরের মতো মেয়েটিকে
তোমারই ভেতরে ধরা আছে তাও।
আমার যা কিছু প্রথম, আমাদের যা কিছু প্রথম
সব তুমি, তুমিই।
 
তুমি ধরে রেখেছ আমাদের প্রথম প্রতিবাদ
আমাদের প্রথম গলার শিরা ফুলিয়ে বলা,
'ইনকিলাব জিন্দাবাদ'
আমাদের প্রথম শেখা একটি-দু’টি স্ল্যাং।
তোমারই ভেতর ধরা আছে আমাদের সিংহের গর্জন,
আমাদের মেরুদণ্ডহীন ক্লীব ফিশফাশ,
তুমিই ধরে রেখেছ আমাদের উদাসীন দুপুরের মনখারাপ,
আমাদের উন্মত্ত রজনির হই হল্লা,
আমাদের বন্ধুত্ব, আমাদের শত্রুতা,
আমাদের এক থেকে দশ হওয়া 
আবার দশ থেকে হয়ে যাওয়া এক।
 
সারা পৃথিবীর কাছে ইংরেজি ফার্স্ট, রাষ্ট্রের কাছে হিন্দি।
হোক হোক। 
আমরা এসব পরীক্ষার ধার ধারি না।
তোমার কাছে আমরা লুকোইনি কিছুই
বাংলা, তুমি আমাদের মা।
মা’কে কেউ পরীক্ষায় বসায় না।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)