বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম
সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
কবিতা
অজিত কুমার জানা
নীরব ছন্দে
এখন আর কবিতা লিখি না,
কবিতার শব্দ চুরি করে,
নিজেকে লেখার চেষ্টা করি।
নীরস গদ্যের চওড়া
ছাতি,
এলোমেলো বাক্যগুলো ডালপালা ছড়িয়ে,
তপ্ত রোদের পাণ্ডুলিপি গিলে,
ছায়া দান করে।
শান্তির ঝরনা ধারায়
জীবন-দ্বীপ,
সবুজ উপত্যকা বুনে।
নক্ষত্র আলোয় বিছিয়ে দিই,
অন্তরাত্মার আত্মহত্যার গ্লানি।
কবিতা আত্মপ্রকাশ করে,
গদ্য পাথরের নীরব ছন্দে।
কবিতার শব্দ চুরি করে,
নিজেকে লেখার চেষ্টা করি।
এলোমেলো বাক্যগুলো ডালপালা ছড়িয়ে,
তপ্ত রোদের পাণ্ডুলিপি গিলে,
ছায়া দান করে।
সবুজ উপত্যকা বুনে।
নক্ষত্র আলোয় বিছিয়ে দিই,
অন্তরাত্মার আত্মহত্যার গ্লানি।
কবিতা আত্মপ্রকাশ করে,
গদ্য পাথরের নীরব ছন্দে।
No comments:
Post a Comment