বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
কবিতা
সন্তোষ ভট্টাচার্য
বিপদ
নোঙর করব জায়গা পাচ্ছি না,
চারিদিকে কেবল ভিড় আর ভিড়।
এদিকে বিপদ, ফুটো নৌকায় জল ঢুকছে…
পিঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা খাচ্ছি আপাতত।
তারপর যা হয় হবে।
চারিদিকে কেবল ভিড় আর ভিড়।
এদিকে বিপদ, ফুটো নৌকায় জল ঢুকছে…
তারপর যা হয় হবে।
No comments:
Post a Comment