বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম
সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
কবিতা
খগেশ্বর দাস
অন্তরালে
যতক্ষণ আলো থাকে চোখের
পলক খুলে রাখি
দৃষ্টি থেকে যেন কোন মহিমা বাদ না পড়ে যায়
পলকের মুহূর্তে আঁধারে হারায় যে সম্ভাবনা
কীভাবে এড়াব তার দায়।
যা কিছু পর্দার ওপাশে
সেখানে প্রকৃত ঘর সংসার
অঢেল উৎকর্ষ এখনও লুকোনো অন্তরালে।
দৃষ্টি থেকে যেন কোন মহিমা বাদ না পড়ে যায়
পলকের মুহূর্তে আঁধারে হারায় যে সম্ভাবনা
কীভাবে এড়াব তার দায়।
অঢেল উৎকর্ষ এখনও লুকোনো অন্তরালে।
No comments:
Post a Comment