বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
কবিতা
অজয় দেবনাথ
তপস্বীর তৃষ্ণা মিটুক
আমাকে ছুঁয়েছ তুমি
সে-ভাবেই
যে-ভাবে চাঁদ ছুঁয়ে যায় প্রেমিক হৃদয়
আমি ছুঁয়েছি তোমাকে
দীর্ঘ তপস্যায়
একলব্যের মতো নিজেকে অতিক্রম করার সাধনায়
যদিও কেটেছে মাঝে অনেক সময়, হয়তো সকাল থেকে সন্ধে
…হয়তো দ্বাপর থেকে কলি
আজ কী শুধু বাঁশি বাজালেই চলে…
তখন ছিল অন্যদিন, অন্যরকম
জীবন
গোঠের রাখাল চরিয়ে ধেনু বাঁশিতে তুলত সুর…
বাঁশির সুরে, কলকাকলিতে ভেসে যেত মন
গোপিনীরা আসত ছুটে ফেলে সব কাজ
আবারও ব্যর্থ হত রাধিকার ছদ্ম-সংসার
কেটে যেত দিন, কেটে যেত মোহময়ী চাঁদনি রাত
হয়তো ময়ূরের ডাকে ভোর হত
হয়তো তারপরেও থাকত প্রতীক্ষা সূর্য ডোবার…
আজ স্ফটিক জলের
অপেক্ষায় চাতকের মতো আনচান করে প্রাণ
দ্বিধা জাগে, সত্যি তুমি ছুঁয়েছিলে পর্বতচূড়া, বন-প্রান্তর, উদ্দাম সাগর
যে-ভাবে চাঁদ অপরূপ মায়ায় চুঁইয়ে চুঁইয়ে স্পর্শ করে যায়
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…
যে-ভাবে অনায়াসে নদী মিশে যায় মোহনায়
যদি সত্যিই তেমন করে ছুঁয়ে থাক, তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
তৃষ্ণার্ত তপস্বী চাতকের তৃষ্ণা মেটাও…
যে-ভাবে চাঁদ ছুঁয়ে যায় প্রেমিক হৃদয়
একলব্যের মতো নিজেকে অতিক্রম করার সাধনায়
যদিও কেটেছে মাঝে অনেক সময়, হয়তো সকাল থেকে সন্ধে
…হয়তো দ্বাপর থেকে কলি
আজ কী শুধু বাঁশি বাজালেই চলে…
গোঠের রাখাল চরিয়ে ধেনু বাঁশিতে তুলত সুর…
বাঁশির সুরে, কলকাকলিতে ভেসে যেত মন
গোপিনীরা আসত ছুটে ফেলে সব কাজ
আবারও ব্যর্থ হত রাধিকার ছদ্ম-সংসার
কেটে যেত দিন, কেটে যেত মোহময়ী চাঁদনি রাত
হয়তো ময়ূরের ডাকে ভোর হত
হয়তো তারপরেও থাকত প্রতীক্ষা সূর্য ডোবার…
দ্বিধা জাগে, সত্যি তুমি ছুঁয়েছিলে পর্বতচূড়া, বন-প্রান্তর, উদ্দাম সাগর
যে-ভাবে চাঁদ অপরূপ মায়ায় চুঁইয়ে চুঁইয়ে স্পর্শ করে যায়
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…
যে-ভাবে অনায়াসে নদী মিশে যায় মোহনায়
যদি সত্যিই তেমন করে ছুঁয়ে থাক, তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
তৃষ্ণার্ত তপস্বী চাতকের তৃষ্ণা মেটাও…
ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ আপনাকে। পত্রিকার পাশে থাকুন, সঙ্গে থাকুন।
Deleteঅজয় দেবনাথ।
বলিষ্ঠ চিত্রকল্প।ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ আপনাকে, পরিচয় পেলে আরও ভাল লাগত।
Deleteখুব ভালো লাগলো
ReplyDeleteঅনেক ধন্যবাদ জানাই, তবে আপনার পরিচয় পেলে ভাল আরও লাগত।
Deleteচমৎকার লেখা
ReplyDeleteধন্যবাদ বন্ধু। পরিচয় দিলে খুশি হতাম।
Deleteচমৎকার লেখা
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে। পরিচয় দিলে খুশি হতাম।
Deleteসুন্দর
ReplyDeleteধন্যবাদ। পরিচয়ের প্রত্যাশী।
Deleteনিমাই জানা
ReplyDeleteঅসাধারণ লিখেছেন দাদা
তোমাকে অনেক ধন্যবাদ নিমাই, ভাল থেকো।
Delete