প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, September 23, 2023

তপস্বীর তৃষ্ণা মিটুক | অজয় দেবনাথ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
অজয় দেবনাথ

তপস্বীর তৃষ্ণা মিটুক


আমাকে ছুঁয়েছ তুমি সে-ভাবেই
যে-ভাবে চাঁদ ছুঁয়ে যায় প্রেমিক হৃদয়
 
আমি ছুঁয়েছি তোমাকে দীর্ঘ তপস্যায়
একলব্যের মতো নিজেকে অতিক্রম করার সাধনায়
যদিও কেটেছে মাঝে অনেক সময়, হয়তো সকাল থেকে সন্ধে
                                 …হয়তো দ্বাপর থেকে কলি
আজ কী শুধু বাঁশি বাজালেই চলে…
 
তখন ছিল অন্যদিন, অন্যরকম জীবন
গোঠের রাখাল চরিয়ে ধেনু বাঁশিতে তুলত সুর…
                                    বাঁশির সুরে, কলকাকলিতে ভেসে যেত মন
গোপিনীরা আসত ছুটে ফেলে সব কাজ
আবারও ব্যর্থ হত রাধিকার ছদ্ম-সংসার
কেটে যেত দিন, কেটে যেত মোহময়ী চাঁদনি রাত
হয়তো ময়ূরের ডাকে ভোর হত
হয়তো তারপরেও থাকত প্রতীক্ষা সূর্য ডোবার…
 
আজ স্ফটিক জলের অপেক্ষায় চাতকের মতো আনচান করে প্রাণ
দ্বিধা জাগে, সত্যি তুমি ছুঁয়েছিলে পর্বতচূড়া, বন-প্রান্তর, উদ্দাম সাগর
যে-ভাবে চাঁদ অপরূপ মায়ায় চুঁইয়ে চুঁইয়ে স্পর্শ করে যায়
                                    এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…
যে-ভাবে অনায়াসে নদী মিশে যায় মোহনায়
যদি সত্যিই তেমন করে ছুঁয়ে থাক, তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
তৃষ্ণার্ত তপস্বী চাতকের তৃষ্ণা মেটাও…

14 comments:

  1. ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক ধন্যবাদ আপনাকে। পত্রিকার পাশে থাকুন, সঙ্গে থাকুন।
      অজয় দেবনাথ।

      Delete
  2. বলিষ্ঠ চিত্রকল্প।ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে, পরিচয় পেলে আরও ভাল লাগত।

      Delete
  3. খুব ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ জানাই, তবে আপনার পরিচয় পেলে ভাল আরও লাগত।

      Delete
  4. চমৎকার লেখা

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ বন্ধু। পরিচয় দিলে খুশি হতাম।

      Delete
  5. চমৎকার লেখা

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ আপনাকে। পরিচয় দিলে খুশি হতাম।

      Delete
  6. সুন্দর

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। পরিচয়ের প্রত্যাশী।

      Delete
  7. নিমাই জানা

    অসাধারণ লিখেছেন দাদা

    ReplyDelete
    Replies
    1. তোমাকে অনেক ধন্যবাদ নিমাই, ভাল থেকো।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)