প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, September 9, 2023

ছড়া | মশাদের কথা | দীপ মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা [ছড়া]
দীপ মুখোপাধ্যায়

মশাদের কথা


মেসো মশা আর মশা মাসিমার
সক্কাল থেকে মুখখানি ভার
গান গেয়ে গেছে সারারাত ধরে
মশারির কাছে বিনবিন করে।
 
মানুষ এখন সতর্ক থাকে
কামড়াতে নেই তাই যাকে তাকে
ডিম পাড়া দায় সব জলাধারে
সাবধানবাণী শোনা বারেবারে।
 
নোটিশ ধরায় পুরসভা থেকে
সচেতন হোক আজ প্রত্যেকে
লার্ভা ছানারা বড়ই বিপাকে
মেসো মশা এটা জানাবেন কাকে?
 
আছে ম্যালেরিয়া ডেঙ্গি-শক্তি
তবু নেই কারও শ্রদ্ধা ভক্তি
মশাদের কত কষ্ট কাহিনি
তবু কমছে না মশক বাহিনী।
 
মশাদের থেকে চামড়া বাঁচাতে
মানুষ এখনও ঘাতপ্রতিঘাতে
নিধন উপায় খোঁজে প্রাণপণে
কামান দাগছে চিন্তিত মনে।
 
মেসো মশা বলে, শোনো মশা বিবি
মশককুলেরা হয় অতিজীবী
মশাদের নিয়ে হাসি মসকরা?
পৃথিবী থাকবে মশাতেই ভরা।

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)