বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০
কবিতা
ভুবনেশ্বর মন্ডল
বাসনা
রোজ ঘুমোতে যাওয়ার আগে
ইচ্ছে করে তোমার সামনে দাঁড়াই
এই কুরুক্ষেত্রে ভগবদ্গীতা
অন্তঃসলিলা
আমাকে টেনে নিয়ে যাক তোমার বারান্দায়
শাখাগুলো চলতি হাওয়ায় দোলে
মালিহীন বাগানে বাৎসল্য রাত জাগে
এখন রাস্তাগুলোও বেড়া টপকে পর্যটনে ব্যস্ত
এদিকে আয়না সে-ও মেখেছে ঝুল-কালি
তাই পার্লারে গিয়ে রোজ সেজে আসা
তবু ব্যথা-মেঘ ঘনীভূত হলে
মনে হয় চুপিচুপি দীপ জ্বালি
যত আটপৌরে পোশাক সব খুলে
ক্লান্তি ঝরুক শুকনো পাতার মতো হেমন্তের রাতে
আলো অন্ধকারে তোমার সামনে সহজ দেবতা হতে ইচ্ছে করে
আমার ভীষণ ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমার সামনে দাঁড়াই
আমাকে টেনে নিয়ে যাক তোমার বারান্দায়
শাখাগুলো চলতি হাওয়ায় দোলে
মালিহীন বাগানে বাৎসল্য রাত জাগে
এখন রাস্তাগুলোও বেড়া টপকে পর্যটনে ব্যস্ত
এদিকে আয়না সে-ও মেখেছে ঝুল-কালি
তাই পার্লারে গিয়ে রোজ সেজে আসা
তবু ব্যথা-মেঘ ঘনীভূত হলে
মনে হয় চুপিচুপি দীপ জ্বালি
যত আটপৌরে পোশাক সব খুলে
ক্লান্তি ঝরুক শুকনো পাতার মতো হেমন্তের রাতে
আলো অন্ধকারে তোমার সামনে সহজ দেবতা হতে ইচ্ছে করে
আমার ভীষণ ইচ্ছে করে।
Excellent
ReplyDelete