বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০
কবিতা
কেতকী বসু
সুপ্ত
হারানো কথা লুকিয়ে থাকে গোপনে
সুযোগ খুঁজে একটু আরাম… শান্তি…
দীর্ঘ ইতিহাসে কালের মূর্তি
ধারাবাহিকতায় কাছে পাওয়ার চরম প্রশান্তি
ঘুম ভেঙে নিরুদ্দেশে ছুটে চলা…
ঝোড়ো হাওয়ায় স্তব্ধ হয় ক্লান্তি
রাতের কোলে রাখা সংযম
ধীর গতির আড়ালে রহস্যের সাজঘর
অনামী পরিচয়ের গভীরে নিজেকে লুকিয়ে রাখি
ভালবাসার জীবনে শুধুই ভালবাসা…
সুযোগ খুঁজে একটু আরাম… শান্তি…
দীর্ঘ ইতিহাসে কালের মূর্তি
ধারাবাহিকতায় কাছে পাওয়ার চরম প্রশান্তি
রাতের কোলে রাখা সংযম
ধীর গতির আড়ালে রহস্যের সাজঘর
অনামী পরিচয়ের গভীরে নিজেকে লুকিয়ে রাখি
ভালবাসার জীবনে শুধুই ভালবাসা…
No comments:
Post a Comment