বাতায়ন/অন্য চোখে/১ম
বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
শংকর ব্রহ্ম
মহাকাল বিচার করবে
কথায় বলে, "পহলে
দর্শনধারী, ফির গুণ বিচারী।" রানি এলিজাবেথ বলেছিলেন, "সুন্দর মুখের জয়
সর্বত্র"। সে ক্ষেত্রে পুরুষদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। হুমায়ূন আহমেদ একবার
বলেছিলেন, “মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না”।
শেলি বলেছিলেন,
"পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, কবিতা তাকে চিরঞ্জীব করে রাখে।"
সাহিত্যের ক্ষেত্রে এর
ব্যতিক্রম হয় না।
কবি আবার বলেছেন, "সত্যই
সুন্দর।"
কিন্তু বাস্তবে অনেক
সময় 'সকল সুন্দরই সত্য' হয়ে ওঠে না। কারণ সত্য নিরপেক্ষ, কিন্তু সৌন্দর্যবোধ
পক্ষপাতদুষ্ট। এর ভিতরে রয়েছে সত্য ও সুন্দরের দ্বান্দ্বিক তত্ত্ব। এই
দ্বান্দ্বিকতা নানাভাবে প্রকাশিত হতে পারে। যেমন, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের
মাধ্যমে। অবশ্য লাইক কমেন্ট দিয়ে
সব সময় শিল্প-সাহিত্যের মান বিচার করা যায় না।
যারা লাইক কমেন্ট কম
পান, কিংবা পান না, তাদের মন খারাপ হওয়াটা মোটেও অসঙ্গত কিছু নয়, স্বাভাবিক। কারণ,
অনেক সময় তাতে সৃষ্টির প্রেরণায় অভাব ঘটে। কারও ক্ষেত্রে সৃষ্টির বীজ শুকিয়ে যায়।
সৃষ্টির বড় অবক্ষয় ঘটে তাতে।
কিন্তু আপশোশ করে লাভ
নেই, সময়টা বড় দুঃসময়। চেনা মুখ চেনা নাম দেখে লাইক কমেন্ট পড়ে। আপনি যদি খুব
জনপ্রিয় হন, তবে আপনার যে কোন সৃষ্টিতে লাইক কমেন্ট বাড়বে ঠিকই, কিন্তু তার অর্থ
এই দাঁড়াবে না যে আপনার সব সৃষ্টিগুলিই কালোত্তীর্ণ। হয়তো লাইক কমেন্ট দেখে আপনি
নিজে মানসিক শান্তি পেতে পারেন।
আর যারা লাইক কমেন্ট
পাচ্ছেন না, তাদেরও হতাশ হবার মতো কিছুই নেই। আপনি লিখে যদি নিজে আনন্দ পান, সেটাই
বা কম প্রাপ্তি কীসে? কারও ভাল লাগা, না লাগা তার ব্যাপার, সেখানে কোন জোর খাটানো
চলে না।
আর লিখে যদি নিজে আনন্দ
না পান, তবে আর বেগার খাটা কেন?
শিল্প সাহিত্যের বিচার
সমকালে ঠিক হয় না। যেমন সমকালে জীবনানন্দ দাশ তেমন গুরুত্ব পায়নি। যেমন গুরুত্ব
পেয়েছেন প্রেমেন্দ্র মিত্র বা অন্যান্য আরও অনেকে। তাতে কি তাঁর সৃষ্টির
মূল্য এতটুকু কমে গেছে? শেকসপিয়র লিখেছেন, ১২০০ সালে, সে লেখা আবিষ্কার হয়েছে ১৮০০
সালে। ৬০০ বছর তাঁর সৃষ্টি লোকচক্ষুর আড়ালে ছিল।
তাই লেখক বন্ধুদের কাছে
আমার আবেদন, লাইক কমেন্টের কোন তোয়াক্কা না করে, মনের আনন্দে নিজেদের সৃষ্টি কর্ম
চালিয়ে যান, যেটা আপনি করতে পারেন, বাকিটা সময়ের হতে ছেড়ে দিন। মহাকাল যাকে রাখার
তাকেই রাখবে, অন্যদের চাকার তলায় পিষে গুঁড়িয়ে দেবে।
সমাপ্ত
Apnar lekha ti notun lekhok lekhikader utshahito korbe....emon bishoy niye kom kothay eto sundor lekhar jonno dhanyabad apnake.
ReplyDeleteআন্তরিক শুভেচ্ছা ❤️
DeleteAnonymous
Deleteআন্তরিক শুভেচ্ছা ❤️
ভালো লাগলো পড়ে। আলোচনা খুব সুন্দর। লিখতে ভালোবাসি লিখি। মনে হয় কে যেন ঘর বন্ধ করে রেখেছে। ফেসবুক এই রকম। অদৃশ্য শহর।এর চেয়ে সাদা খাতায় আমরা হতে লেখা পত্রিকা প্রকাশ করতাম ছেলে বেলা। দু'দিন করে থাকতো সকলের কাছে। ঝগড়া হতো কমেন্ট নিয়ে।ওটা না লেখা ভালো।
Deleteসুন্দর আলোচনা করেছেন।
ReplyDeleteআন্তরিক শুভেচ্ছা ❤️
Delete