বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
জয়িতা ঘোষ হালদার
অবিরল চলাচল
নিরন্ন অহংকারে কখনো মাথা উঁচু করে থাকি
কখনো জ্যোৎস্না মেখে উঠোনে
ভেজা আঁচল পেতে রাখি
নিজস্ব চেনা দ্বীপে
বসবাস করি
অবাক আকাশের ছোঁয়ায়—
তোমার ঘরের দরজায়
কড়ানাড়া ছলচাতুরি
বিস্তীর্ণ জলাভূমি
ছদ্মবেশী হয়
কোনো অশ্রুত মুহূর্তে।
নোনাজল ঢুকে আসে…
বেড়া দিতে শেখেনি
মূর্খতা, প্রেমে বন্য
শিথিল মায়াজাল এঁকে
দেয় শাল্মলী গাছ
পাতাবাহারের ঝোপে খেলা
শুরু
রংবেরংয়ের নিশ্চিত
জমায়েত ছাঁচ
বন্য প্রেমের ছোঁয়ায় বোধহয় এভাবেই চলাচল সার.... যথার্থ সমীকরণ,,,, সুন্দর প্রকাশ
ReplyDelete