বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
শুভ্রকান্তি মজুমদার
স্বপ্ননদী
আপন খেয়ালে, নদীর কাছে বসে থাকতাম বলে
নদী আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, দিয়েছিল যাবতীয় সুখ
তারপর সব সুখ শেষ হয়ে গেলে
নদী তার নিজের পথ ধরে চলে গিয়েছিল।
হয়েছিল পরাঙ্মুখ
নদী আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, দিয়েছিল যাবতীয় সুখ
তারপর সব সুখ শেষ হয়ে গেলে
নদী তার নিজের পথ ধরে চলে গিয়েছিল।
হয়েছিল পরাঙ্মুখ
আমার সমস্ত রং এখন ফিকে
নদী এখন আর ফিরেও তাকায় না
অনেক ডেকেছি তাকে বারংবার…
সে বলেছে, এমন নাকি হয় আকছার
অনেক পেয়েছে সে, আর কিছু চায় না
একবার ফিরে গেলে নাকি, আর আসা যায় না!
নদী যে পথ ধরে চলে গিয়েছিল
এখন আমি সেই পথে তাকিয়ে থাকি…
ভাবি, যদি কিছু আরো থাকে বাকি
স্বপ্নের নদী ফিরে গেছে তার কাছে
আসলে সে ছিল যার কাছে বেঁচে।
নদী এখন আর ফিরেও তাকায় না
অনেক ডেকেছি তাকে বারংবার…
সে বলেছে, এমন নাকি হয় আকছার
অনেক পেয়েছে সে, আর কিছু চায় না
একবার ফিরে গেলে নাকি, আর আসা যায় না!
এখন আমি সেই পথে তাকিয়ে থাকি…
ভাবি, যদি কিছু আরো থাকে বাকি
আসলে সে ছিল যার কাছে বেঁচে।
বাহ্, সুন্দর লেখা l
ReplyDeleteসুন্দর কবিতা
ReplyDeleteদারুণ!
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteনদীর আসল ধর্মই যে তাই,,,, সে যদি স্বপ্নেরও হয় তবুও নির্বিকার
ReplyDeleteখুব সুন্দর প্রকাশ
👌👌
ReplyDelete