প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Saturday, November 11, 2023

… এবং

বাতায়ন/সম্পাদকীয়/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

সম্পাদকীয়

… এবং


ঝকঝকে উজ্জ্বল এক তরুণ কবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করেছেন, কবি ও সাহিত্যিক সমাজ তার লেখায় কেন শুধুমাত্র বাহ্‌, অনবদ্য, সুন্দর, অসাধারণ ইত্যাদি বলবেন, কেন তার অধিক শব্দ ব্যবহার করবেন না? তার বক্তব্য একবাক্যে সমর্থন করা যায়।

আবার এ কথাও বলা যেতে পারে, যেসব মানুষকে ভেবে তিনি এই আক্ষেপ করলেন, সেইসব মানুষ তার বক্তব্যের সমর্থনে অধিক শব্দ ব্যবহার করলেই কি তিনি অমরত্ব লাভ করতেন? অথবা এমনও দেখা যায় অনেকেই এক বা একাধিক লাইন উদ্ধৃত করে লিখলেন ‘আহা’ বা অন্যকিছু। তাদেরকে তাদেরই উদ্ধৃত করা লাইনের বিশ্লেষণ করতে বললে তারা উক্ত কবিতার ঠিক কতটা কাছাকাছি থাকবেন সে সংশয়ের অবকাশ উপেক্ষা করা যায় না।

একটা উন্নত মানের লেখা পাঠক যখন লেখার আকর্ষণেই পড়তে বাধ্য হন, তা অগোচরেই তার মনে খানিক স্থায়ী স্থান অধিকার করে, বাকিটা থাকে সময়ের হাতে।

আবার এ কথা না বললেও অন্যায় হবে, আজকের জেট গতির যুগে কতজনের হাতে সেই অবকাশ সত্যিই থাকে যে-কোনো উন্নত বা সাধারণ মানের লেখার প্রতি মনোযোগ দেবার। তার সঙ্গে আছে সপ্তাহে প্রায় সাতদিনই কোন-না-কোন অনুষ্ঠানে হাজির থেকে স্মারক গ্রহণ করা (স্মারক প্রদানকারীরা অবশ্য সকলেই যোগ্যতম!) এবং স্বরচিত সৃষ্টি পাঠ করে শোনানোর তাগিদ, যদিও একজন কবি বা সাহিত্যিক অন্যের সৃষ্টি আদৌ কতটা মন দিয়ে শোনেন সে বিষয়ে কিছু না বলাই ভাল।

তাছাড়াও আজকের অজস্র লেখার মাঝে একটা উন্নত মানের লেখা যদি পাঠক হৃদয়কে নাড়া দেয় এবং তার অন্তঃস্থল থেকে যদি শুধু একটি মাত্র স্বতঃস্ফূর্ত বাহ্‌ বেরিয়ে আসে, তার ক্ষেত্রেও কি এই কথা খাটে?

তার থেকে কবি ও সাহিত্যিক সমাজ নিজের নিজের সাধনার ক্ষেত্রে অন্য কারোর প্রশংসার তোয়াক্কা না করেই, অধিক মনোযোগী হলে আখেরে সাহিত্যেরই মঙ্গল, কারণ একজন সৃষ্টিশীল কবি তার সৃষ্টির শ্রেষ্ঠ বিচারক।


No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)