… এবং
একটা উন্নত মানের লেখা পাঠক যখন লেখার আকর্ষণেই পড়তে বাধ্য হন, তা অগোচরেই তার মনে খানিক স্থায়ী স্থান অধিকার করে, বাকিটা থাকে সময়ের হাতে।
আবার এ কথা না বললেও অন্যায় হবে, আজকের জেট গতির যুগে কতজনের হাতে সেই অবকাশ সত্যিই থাকে যে-কোনো উন্নত বা সাধারণ মানের লেখার প্রতি মনোযোগ দেবার। তার সঙ্গে আছে সপ্তাহে প্রায় সাতদিনই কোন-না-কোন অনুষ্ঠানে হাজির থেকে স্মারক গ্রহণ করা (স্মারক প্রদানকারীরা অবশ্য সকলেই যোগ্যতম!) এবং স্বরচিত সৃষ্টি পাঠ করে শোনানোর তাগিদ, যদিও একজন কবি বা সাহিত্যিক অন্যের সৃষ্টি আদৌ কতটা মন দিয়ে শোনেন সে বিষয়ে কিছু না বলাই ভাল।
তাছাড়াও আজকের অজস্র লেখার মাঝে একটা উন্নত মানের লেখা যদি পাঠক হৃদয়কে নাড়া দেয় এবং তার অন্তঃস্থল থেকে যদি শুধু একটি মাত্র স্বতঃস্ফূর্ত বাহ্ বেরিয়ে আসে, তার ক্ষেত্রেও কি এই কথা খাটে?
তার থেকে কবি ও সাহিত্যিক সমাজ নিজের নিজের সাধনার ক্ষেত্রে অন্য কারোর প্রশংসার তোয়াক্কা না করেই, অধিক মনোযোগী হলে আখেরে সাহিত্যেরই মঙ্গল, কারণ একজন সৃষ্টিশীল কবি তার সৃষ্টির শ্রেষ্ঠ বিচারক।
No comments:
Post a Comment