বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা
সৈয়দ হাসমত জালাল
বসন্তদিন
আমি যা কিছুই লিখি, সে তো প্রেমমৃত্যু অথবা যুদ্ধ, বৃষ্টি অথবা আগুনের কথা
কুহুস্বর, পলাশের শিখা অথবা রাশি রাশি ঝরাপাতাদের গান
তাদের শিরায় শিরায় আমারই রক্তের গুঞ্জন
এ ক্ষুদ্র মানবজন্মের সুদীর্ঘ ইতিহাস
হেরে যেতে যেতে ঘুরে দাঁড়াবার জয়
কলেজ ক্যান্টিনে সেই যে সমবেত 'উই শ্যাল ওভারকাম'
আর সন্ধ্যায় তানপুরা হাতে রিকশায় বাড়ি ফেরা
মেয়েটির হাতে গুঁজে দেওয়া চিঠি
ভোরের কুয়াশার নিচে পড়ে থাকা বন্ধুর রক্তাক্ত লাশ
দূরের মফস্বল থেকে হিল্লি-দিল্লি হয়ে ফিরে আসা, এই
আজকের ভাঙাচোরা কলকাতা
তরুণ পাঁজরের দীর্ঘশ্বাস, চাপা কান্নার গোঙানি, বোবাযুদ্ধ
লিখে রাখি হাড়ের কলম দিয়ে, মুঠোভরা ভস্ম আর
সোনার অক্ষরগুলি
লিখি এই বসন্তদিন, গূঢ় হাহাকার, ভিখারি শিশুর মতো
ধ্বংসস্তূপে বেড়ে ওঠা সবুজ চারাগাছটির কথা
ভালো দাদা। বেশ লাগল।
ReplyDeleteখুব সুন্দর!
ReplyDeleteঅনন্য প্রকাশ
ReplyDelete