বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
নাসির ওয়াদেন
নিশ্চিত ঘুমের দরজা দিয়ে বেরিয়ে আসে
এক-এক ফোঁটা সময়ের দাগপিয়ালী চাঁদ ছেড়ে কাঁথা-কম্বল জড়িয়ে
জেগে থাকে অনন্তের স্মৃতিতে
হেসে খেলে বেঁচে ওঠা দিনগুলো
আদিম লজ্জাপর্যটন রাত্রির কাছে অসুস্থ
বিস্ময় নিয়ে
যে ঘটনা ঘটেছে, এতে কারো হাত নেই
অথচ কতকিছু ঘটে বিচিত্র বিচক্ষণতায়
বাজার মন্দা চারিদিকে শুধু
অন্ধকার
মুখোমুখি কুরুক্ষেত্র কোথায় পালাবি, যা
No comments:
Post a Comment