প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Monday, November 27, 2023

সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব | নারীদেহের সৌন্দর্য বস্তুতান্ত্রিক সমাজে পণ্য হয়ে প্রতিফলিত | ভুবনেশ্বর মণ্ডল

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০

অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
ভুবনেশ্বর মণ্ডল

নারীদেহের সৌন্দর্য বস্তুতান্ত্রিক সমাজে পণ্য হয়ে প্রতিফলিত


এখন সোশ্যাল মিডিয়াতে সুন্দর মুখের ছড়াছড়ি। অনেকেই দেহ সৌন্দর্য, দেহ সৌষ্ঠব তুলে ধরছেন এখানে। কথাতেই আছে "সুন্দর মুখের জয় সর্বত্র।" ফলে লাইক, কমেন্ট ও শেয়ারের হিড়িক। কেউ কেউ ভাইরাল হয়ে যাচ্ছেন। মানুষ উপভোগ করছেন সুন্দরকে। যিনি ভাইরাল হচ্ছেন তিনি পাচ্ছেন প্রচার, খ্যাতি, জনপ্রিয়তা অর্থনৈতিক সুবিধা। ফলে সৌন্দর্য তুলে ধরার

 একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই সৌন্দর্য প্রভাব ফেলছে সাহিত্যেও। কারণ সাহিত্য জীবনের দর্পণ। চলমান জীবনের ঘটনা জ্ঞাতে-অজ্ঞাতে প্রভাবিত করে সাহিত্যিককে। একজন সামাজিক মানুষ হিসাবেও সাহিত্যিক সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। তাই তিনিও এখান থেকে পান লেখার রসদ। সুন্দর মুখ, লাবণ্য, দেহ সৌষ্ঠব, যৌনতার এক্সপ্রেশন প্রভৃতি তার সাহিত্যসৃষ্টির অন্যতম উপাদান হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া যেন তার কাছে চিত্রশিল্পীর মডেল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট লাইক থেকে একজন সাহিত্যিক বুঝতে পারেন আমজনতার মানসিক প্রবণতা ও ভাল লাগার ক্ষেত্রটি। এই ক্ষেত্র অনুসন্ধানের মধ্য দিয়ে নির্বাচন করেন সাহিত্যরচনার বিষয়বস্তু। সাহিত্যের বাজার ধরার কমার্শিয়াল ব্যাপারটিও এখানে কাজ করছে। পাবলিক কোনটা খাবে আর কোনটা খাবে না সোশ্যাল মিডিয়া, সেই চিত্র অনেকটা পরিষ্কার করে দেয়। আর সে অনুযায়ী অনেকেই রচনা করছেন সাহিত্য। সোশ্যাল মিডিয়া বুঝিয়ে দেয় মানুষের মানসিকতা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি। তাতে সময়ের পোস্টমর্টেম করতে সুবিধা হয় সাহিত্যিকের। গ্লোবালাইজেশনের প্রতিক্রিয়াগুলিও অনেকটাই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। আজকের ভোগবাদের তীব্র প্রতিক্রিয়াও প্রতিফলিত সোশ্যাল মিডিয়ায়। এর ফলে সাহিত্য একটা এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকছে। সেখানে সুন্দর মুখ হয়ে উঠছে অন্যতম একটা আশ্রয়। আর তার সঙ্গে যৌনতার ফ্লেভার থাকার ক্ষেত্রটি প্রশস্ত হচ্ছে। এটা যেন অনেকটা অনিবার্য নিয়তির মতো। সাহিত্যিককে তো সুন্দরের পূজারী বলা হয়। সে সুন্দর থাকেন জীবনে, প্রকৃতিতে। কিন্তু আজকের বস্তুতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক জীবনযাত্রায় সেই সুন্দরের বেশির ভাগটাই পরিস্ফুট হচ্ছে পণ্য করে দেখানো নারী দেহের সৌন্দর্যের মধ্যে। তাই বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় যে সুন্দর মুখের ছড়াছড়ি তার একটা প্রভাব জ্ঞাতে-অজ্ঞাতে প্রতিফলিত হচ্ছে সাহিত্যিকের মনে আর তার ফসল ফলছে আমাদের সাহিত্যে।

 

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)