বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
তৈমুর খান
জানালাগুলি
রোজ কোনো ধ্বংসের কাছে বিবমিষা হয়
শৌখিন জানালাগুলি তাকিয়ে দেখে এই প্রিয় শহর
কতরকম রঙের মানুষ ফেরে
আর চারিদিকে কোলাহল সাঁতার কাটে।
শৌখিন জানালাগুলি তাকিয়ে দেখে এই প্রিয় শহর
কতরকম রঙের মানুষ ফেরে
আর চারিদিকে কোলাহল সাঁতার কাটে।
এখানে আমিও রোজ জ্ঞানের বাজার খুঁজি
আর ব্যস্ততার ঝড়ে কেবলই আছাড় খাই—
চক্রব্যূহ ভেদ করে পালিয়ে আসতে পারি না
শুধু যুদ্ধ আর কৌশল দেখি।
দেখতে দেখতে বেহুঁশ হয়ে স্বপ্নে ঘুরপাক খাই।
মাইকে ধর্মীয় উপদেশ আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
আর রাজনীতির দেশপ্রেম আর জন্মনিয়ন্ত্রণের
হরেককিসিম পদ্ধতি আর ধ্বজভঙ্গের ওষুধ পাওয়ার
ঠিকানা শুনতে শুনতে পাগল হয়ে যাই—
এক টুকরো চাঁদের মতো ছুটতে ছুটতে
মায়াময় এইডস প্রতিরোধ প্রতিষ্ঠানের কাছে দাঁড়াই;
কতগুলো যুবক-যুবতী লুডো খেলার পরামর্শ দিলে
ধন্য হই।
জানালাগুলি স্বপ্নময় রাত্তিরের নীল
চোখের মতো
তখনো তাকিয়ে থাকে।
আর ব্যস্ততার ঝড়ে কেবলই আছাড় খাই—
চক্রব্যূহ ভেদ করে পালিয়ে আসতে পারি না
শুধু যুদ্ধ আর কৌশল দেখি।
দেখতে দেখতে বেহুঁশ হয়ে স্বপ্নে ঘুরপাক খাই।
মাইকে ধর্মীয় উপদেশ আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
আর রাজনীতির দেশপ্রেম আর জন্মনিয়ন্ত্রণের
হরেককিসিম পদ্ধতি আর ধ্বজভঙ্গের ওষুধ পাওয়ার
ঠিকানা শুনতে শুনতে পাগল হয়ে যাই—
মায়াময় এইডস প্রতিরোধ প্রতিষ্ঠানের কাছে দাঁড়াই;
কতগুলো যুবক-যুবতী লুডো খেলার পরামর্শ দিলে
ধন্য হই।
তখনো তাকিয়ে থাকে।
Sundar
ReplyDelete