বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
নজর উল ইসলাম
পথ
চাঁদমন আটকে গেছে
পৃথিবীর মোহবন্দি ঘরে
সন্ধি-নিবন্ধে বাঁধা আলোবিন্দুর অক্ষরবিন্যাস
ভাসা আরশিনগর জবাবদিহির মনভ্রমে
সন্ধি-নিবন্ধে বাঁধা আলোবিন্দুর অক্ষরবিন্যাস
ভাসা আরশিনগর জবাবদিহির মনভ্রমে
আঁকা আয়ত উপলব্ধি আকাশ ভাসিয়েছে শুধু
আড়ালে আলোগাছ অতৃপ্ত বাসনায়—
অনন্তে ডুবুডুবু লম্বারাত্রির আনত এই পৃথিবী
পাখির পরিচয় টানেই ছুটে যায় সৃষ্টির সঙ্গে
নির্মাণ ভেঙে ভেঙে প্রতি সম্ভ্রমে সকল ধর্মকথা
বিফল অন্বেষণ ঘুরে আসে উৎসর্গ জোড়া প্রাণবাণ
আমি সে মুখের ভাষায় অন্তকরণ তুলে ধরি
জন্ম এঁকে ফোটাই রং মিশেল যত অন্তরা
সারাদিনই ছবি ধরতে ধরতে একাই হাঁটি পথের পথ...
No comments:
Post a Comment