বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
ফিরোজা খাতুন
বৃক্ষ
নগ্ন বৃক্ষের
নিষেকেত্তর ডিম্বক
বাতাসের আলিঙ্গনে নিবিড় মিলন,
উত্তাপের গাঢ় চুম্বনে আরক্ত বীজ
ব্রীড়ামোড়া ত্বকের ভিতরে শিশু বৃক্ষপিণ্ড।
ওমের সূতিকাগার পেরিয়ে
পূত অঙ্কুর উঁকি দেয়, বসুধার ডাকে,
আঁধার খনির অতলে শিকড় যায় পেরিয়ে,
বেড়ে ওঠে শীতল সবুজ, অম্বুজ, মহীরুহ।
বুকে প্রবাহ অনন্ত
সমীর, রুখে দিয়ে সব মরুভূমি,
শতাব্দী হয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীর পামীর।
বাতাসের আলিঙ্গনে নিবিড় মিলন,
উত্তাপের গাঢ় চুম্বনে আরক্ত বীজ
ব্রীড়ামোড়া ত্বকের ভিতরে শিশু বৃক্ষপিণ্ড।
পূত অঙ্কুর উঁকি দেয়, বসুধার ডাকে,
আঁধার খনির অতলে শিকড় যায় পেরিয়ে,
বেড়ে ওঠে শীতল সবুজ, অম্বুজ, মহীরুহ।
শতাব্দী হয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীর পামীর।
Nice
ReplyDeleteখুব সুন্দর লিখেছেন
ReplyDelete