বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
নিমাই মাইতি
কিনারা
পাশাপাশি বসতে বসতে কখন
আমরা
খাদের কিনারে পৌঁছে গেছি জানি না,
সন্ধে এসে আলপথ পেরিয়ে যাচ্ছে
আমাদের মধ্যে তখন আদিম উন্মাদনা
ঝিঁঝি ডাকা গানে
জোনাকিরা নাচছে শিরা উপশিরায়
আমাদের ছায়া শুধু ঘাস দেখে আদিমতার।
একঝাঁক পাখির উড়ে যাবার শব্দে
চেয়ে দেখি উলঙ্গ পৃথিবী শুয়ে রয়েছে
আমাদের মতো হাত-পা ছড়িয়ে।
খাদের কিনারে পৌঁছে গেছি জানি না,
সন্ধে এসে আলপথ পেরিয়ে যাচ্ছে
আমাদের মধ্যে তখন আদিম উন্মাদনা
জোনাকিরা নাচছে শিরা উপশিরায়
আমাদের ছায়া শুধু ঘাস দেখে আদিমতার।
একঝাঁক পাখির উড়ে যাবার শব্দে
চেয়ে দেখি উলঙ্গ পৃথিবী শুয়ে রয়েছে
আমাদের মতো হাত-পা ছড়িয়ে।
খুব ভালো লাগল- জয়িতা বসাক
ReplyDelete