বাতায়ন/হলদে খাম/১ম বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
হলদে
খাম
সুমিতা চৌধুরী
চিঠি
শ্রদ্ধেয়- গণতন্ত্র,
জানি, তুমি আজ কাঁদছ অসহায়ের মতো। তোমার ক্রন্দনধ্বনি শুনতে
পাচ্ছি আমি। তোমার ঘরও যে আজ বেঘর হয়েছে! তাই এই চিঠি ভাসিয়ে দিলাম হাওয়ায়। লিখে
দিলাম বার্তা আমার।
কেঁদো-না। অপলাপ ভেবে বাতিলের দরে ফেলবে তাহলে সবাই তোমাকেও, ওই
সর্বহারাদের মতোই। বরং যে হাওয়ায় ভাসালাম চিঠি, সেই হাওয়ার গতিকে ফেরাও আপন দিকে।
যে সন্তানদের তথা গণের রক্তে ভিজছ আজ তুমি, সেই রক্ত ছুঁয়ে নাও শপথ, নিজের অধিকার
রক্ষার, নিজের সদর্প আধিপত্যের। ছেড়ো না হাল, জ্বলে ওঠো আবার নিজ তেজে, বিপ্লবের
মশাল হয়ে।
আমি রইলাম সেই দিনটার অপেক্ষায়, যে দিন তোমাকে নিয়ে আবারও গর্বিত আমরা সবাই, একসুরে গাইব সাম্যের গান।
প্রণামান্তে-
তোমার স্বেচ্ছাসেবী
সুমিতা চৌধুরী
২৩/১১/২০২৩
No comments:
Post a Comment