বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২৭তম
সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতাণু
সুশান্ত সেন
মেঘ ও অন্যান্য
মেঘ'রা কোনো বাধা মানে
না।
উড়ে উড়ে যায়, একটু পরেই আর নেই।
গলা বাড়িয়ে মৌসুমি বায়ু ডাকলে
কাল জমাট বেঁধে বর্ষা।
সেই বর্ষাকে ডেকে আনলাম ঘরে।
স্তব্ধ
জয় গোস্বামী লিখেছেন
অপর্ণা সেন পড়ছেন বাংলায় ও ইংরেজিতে।
স্তব্ধ হয়ে বসে থাকি।
পাগলটি কি আমার বুকের ওপর
পা দিয়ে দাঁড়িয়ে আছে!
কথা
সে কথা শোনে না।
সে সময় পেলেই সুইচ খুলছে
আর খেলে চলেছে ইলেকট্রন দুনিয়ায়।
মোহ সারা বিশ্ব পাকে পাকে
বেঁধে ফেলেছে।
বারণ
ভয় বারণ করে সর্বদা
জলে নামতে।
এদিকে যে জলের ভেতর পা ঢুকে যাচ্ছে
আর জল থেকে ওঠা মাছের মতো
সব সময় খাবি খেয়ে চলেছি, ভয়
বুঝতে পারে না।
তাই হাত ধরে ধরে পাহাড় থেকে
নামতে থাকি।
উড়ে উড়ে যায়, একটু পরেই আর নেই।
গলা বাড়িয়ে মৌসুমি বায়ু ডাকলে
কাল জমাট বেঁধে বর্ষা।
সেই বর্ষাকে ডেকে আনলাম ঘরে।
অপর্ণা সেন পড়ছেন বাংলায় ও ইংরেজিতে।
স্তব্ধ হয়ে বসে থাকি।
পাগলটি কি আমার বুকের ওপর
পা দিয়ে দাঁড়িয়ে আছে!
সে সময় পেলেই সুইচ খুলছে
আর খেলে চলেছে ইলেকট্রন দুনিয়ায়।
মোহ সারা বিশ্ব পাকে পাকে
বেঁধে ফেলেছে।
এদিকে যে জলের ভেতর পা ঢুকে যাচ্ছে
আর জল থেকে ওঠা মাছের মতো
সব সময় খাবি খেয়ে চলেছি, ভয়
বুঝতে পারে না।
তাই হাত ধরে ধরে পাহাড় থেকে
নামতে থাকি।
ভালো লাগল।
ReplyDelete