বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
স্পর্ধা
আজ জানি কোনো খ্যাতি
নেই
জন্মপরিচয় সেও হয়েছে আবছা
যতদূর দেখা যায় সারি সারি শৃঙ্খল
কোথাও কোনো মুক্তি নেই
সাচ্চা
আজ আর ঢেউয়ের সংঘর্ষে
ছড়িয়ে যায় না দ্যুতি
যে জীবনের ওপর অধিকার নেই
জন্মপরিচয় সেও হয়েছে আবছা
যতদূর দেখা যায় সারি সারি শৃঙ্খল
আজ আর ঢেউয়ের সংঘর্ষে
ছড়িয়ে যায় না দ্যুতি
যে জীবনের ওপর অধিকার নেই
সুন্দর মুখের ওপর মলিনতার বিচ্যুতি
অতিপরিচিত মানুষের চোখে আজ নীল জল
দুহাতে রয়ে গেছে স্পর্ধা অবাক নিশ্চল
সবটুকু হারিয়েছে মনে নেই কবে
আমার দুঃখের কাছে একদিন তুমিও নতজানু হবে।
সুন্দর
ReplyDeleteসুন্দর
ReplyDelete