বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম
সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০
কবিতা
নাসির ওয়াদেন
কমরেড, তোমাকে
সামনে ঝুঁকলে ঘোর বিপদ, মৃত্যুও
একদল হায়না আড়ি পেতে আছে
কাক জোৎস্নার রাত, পথ টলমল
তুমি কি এগিয়ে যাবে, কমরেড?
একদল হায়না আড়ি পেতে আছে
কাক জোৎস্নার রাত, পথ টলমল
তুমি কি এগিয়ে যাবে, কমরেড?
কল্যাণকর উদ্দেশ্যে বা আত্মত্যাগে
আমি পাতা-ফুল-শেকড় হতেও রাজি
আমার পরিচয় দিতে চাই না
সংগ্রাম যুদ্ধে অশ্বথামাও হতে পারি
আমি পাতা-ফুল-শেকড় হতেও রাজি
আমার পরিচয় দিতে চাই না
সংগ্রাম যুদ্ধে অশ্বথামাও হতে পারি
কমরেড, তোমাকে নিয়েই কত ভাবনা
জানো, একজন কমরেড কীভাবে পচে?
অর্থ ও চরিত্র ধরে রাখা কী সহজ কাজ?
জানো, একজন কমরেড কীভাবে পচে?
অর্থ ও চরিত্র ধরে রাখা কী সহজ কাজ?
এভাবে মাথা নত কী মানায় ভাল
ওদের দেখেছি— নারী-মাংস সুস্বাদু,
কোটা কি হয়েছে পূরণ?
এসব দেখেই তো প্রোমোশন হয়, জানো?
এসব দেখেই তো প্রোমোশন হয়, জানো?
রাত হল, ঘুমোতে হবে, কাল সকালে
মিছিল নিয়ে যেতে হবে। ফুল পাতা দিলে
রজনিও সন্ধ্যা হবে ঘুমোনোর আগে।
মিছিল নিয়ে যেতে হবে। ফুল পাতা দিলে
রজনিও সন্ধ্যা হবে ঘুমোনোর আগে।
Excellent
ReplyDelete