প্রাক্তন
একদিন রাত দশটা বেজে গেল সাথীর তখনও দেখা নেই, সোহম ঘরের মধ্যে পায়চারি করতে করতে মাঝে মাঝেই উত্তেজিত হয়ে উঠে সায়নীর মাকে জিজ্ঞাসা করতে লাগল সাথী কোথায় গেছে সে ব্যাপারে কিছু জানে কি না বা সাথী কিছু বলেছে কিনা… সায়নীর মা বলে সে কিছুই জানে না আর একথাও বলে সাথী বউদি তাকে কিছুই বলে যায়নি, সোহম কী করবে বুঝে উঠতে পারছে না ওদিকে সায়নীর মাকে আটকে রেখেছে ওরও বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে ঠিক এমন সময়ে সাথী প্রবেশ করল ঘরে, কারোর সঙ্গে কথা না বলে সোজা চলে গেল নিজের বেডরুমে, ঘন্টাখানেক বাদে সোহম ঢুকল সাথীর রুমে, চুপিচুপি ব্যাগটা খুলে তন্নতন্ন করে কী যেন খোঁজার চেষ্টা করল, হঠাৎ ব্যাগের ভিতরের চেন খুলতেই একটা ছবি আরেকটা প্রেসক্রিপশন চোখে পড়ল, অবাক হয়ে বার বার দেখতে লাগল সেই ছবিটা… সোহমের ক্লাসমেট অমিতাভ… সাথীর প্রাক্তন।
সমাপ্ত
No comments:
Post a Comment