বাতায়ন/ছোটগল্প/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০
ছোটগল্প
দেবশ্রী রায় দে সরকার
মুহূর্তেরা
ঋদ্ধিমান কলকাতা থেকে বাইরে চলে যাচ্ছে চাকরি নিয়ে। হাওড়া
স্টেশন থেকে ট্রেন দুপুর আড়াইটে। যেতে যেতে মহাত্মা গান্ধী রোডের কাছে মেট্রো
স্টেশনের গায়ে গান্ধিজির চরকা হাতে ছবিটা হঠাৎ যেন ঋদ্ধিমানকে আপ্লুত করল কিন্তু কীসে
আপ্লুত বুঝল না সে নিজের মনের কাছে প্রশ্ন আজ তার আনন্দ নাকি দুঃখ?
প্রিয় শহরকে
ছেড়ে দেওয়ার বেদনা তো থাকবেই তার চেয়েও আরো বেদনা প্রিয় মানুষটাকে ছেড়ে
যাওয়া। যদিও প্রিয় মানুষটা তার প্রিয় কিনা এই প্রশ্ন নিয়ে গত সাত বছর সে
দ্বিধায় রয়েছে। মহাত্মা গান্ধি রোডের এই মেট্রো স্টেশনে নেমে ক্রসিং থেকে বাস
ধরে সে কলেজস্ট্রিট পৌঁছোত। তারপর সেখান থেকে প্রেসিডেন্সি। একদিন মেট্রোতে হঠাৎ
করে আলাপ হয়েছিল ইকনমিক্সের অদ্রিজার সঙ্গে। অদ্রিজা তাকে মহাত্মা গান্ধি রোডে না
নেমে সেন্ট্রাল মেট্রোতে নেমে মেডিকেল কলেজের ভেতর দিয়ে গিয়ে কলেজে পৌঁছাবার
শর্টকাটটা শিখিয়েছিল। প্রতিদিনই ঋদ্ধিমান, অদ্রিজা আরো অনেকেই এই শর্টকাট ব্যবহার
করত। কিন্তু অদ্রিজাকে ভালবাসি এ কথা বলার শর্টকাট ঋদ্ধিমান কোথাও খুঁজে পায়নি।
তাই হয়তো তার শহর ছেড়ে যাওয়াটাও অদ্রিজার কাছে আর পাঁচটা ঘটনার মতোই একটা ঘটনা।
অনেক বন্ধুই তো বাইরে পাড়ি দিল। ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আছেই— বলেছিল অদ্রিজা।
চোখের জল আর উষ্ণ নিঃশ্বাসে ঋদ্ধিমানের চশমা ঝাপসা হয়ে গেছে। হাওড়া স্টেশন এসে
গেল। সম্পর্ক বাঁচে এখন শুধু মুহূর্তে। ঠিক যেভাবে স্টেশনের যান্ত্রিক কণ্ঠগুলি
গন্তব্যের ট্রেনগুলির কথা বলে দেয় আর আমরা পৌঁছে যাই এক মুহূর্তের গন্তব্য থেকে
আর এক মুহূর্তের গন্তব্যে…
সমাপ্ত
Vebechhilam kabi akhan to dekhchhi Sahittik agiye chhilo
ReplyDeleteEk muhurte MUHURTER sothik swad pelam.. alpo kothai daruuun likhechis bondhu...
ReplyDelete