বিরহ | হলদে খাম
প্রেমিকা প্রেমিককে…
আমার চোখের খুব কষ্ট হচ্ছে। মাথা ঘুরছে। তুমি বুঝতে পারছ না? আমার খাওয়া, ঘুম, পড়াশুনা কিছুই হচ্ছে না। আসলে এই প্রথম কাউকে নিয়ে এত বেশি ভেবে ফেলেছি। তাই হয়তো কষ্ট এতটা বেশি হচ্ছে। হাতটা ধরো শক্ত করে। তিন সত্যি করো। এ হাত জীবনে ছাড়বে না…
বরবউ যেভাবে কথা বলে, আচরণ করে সেভাবে আমরা করতাম, হ্যাঁ গো শুনছ… আর আমি তো তোমাকে বর বলেই ভাবতাম। তাই আর পারছি না। তুমি আসলে এইভাবে কষ্ট দিতে চাও তো? তবে তাই হবে। কিন্তু সম্পর্কটা ভেঙো-না! সত্যি বলছি, খুব কষ্ট হচ্ছে, বলছি খুব ভালবাসি। আর কোনদিন তোমাকে কষ্ট দেব না। বলো কী চাও? দেব? ও শোনো-না— আমি কী করব বুঝতে পারছি না। তুমি এসো, আমাকে যখন যা করতে বলবে আমি রাজি। কিন্তু তোমাকে ছেড়ে থাকাটা খুব কষ্টের। তুমি কি বোঝ না? আমি তোমার বিরহিনী…
ইতি—
No comments:
Post a Comment