বাতায়ন/বিরহ/গল্পাণু/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | গল্পাণু
সুধাংশু চক্রবর্তী
কণিকার অন্তহীন বিরহ কাল
পরাণ কি বিশ্বাসঘাতক হতে পারে? কখনোই নয়। তবু কেন যেন কথাটা মনে হতেই
কণিকার বুক কেঁপে গেল। সেদিন এক-হাট মানুষের কান এড়িয়ে মানুষটাই ওকে বলেছিল,
‘আগামী হাটের দিন এসে সবার আগে তোমার বাবার সঙ্গে দেখা করে আমাদের বিয়ের কথা পাকা
করে নেব।’
সেই থেকে প্রতিটি শুক্রবারের হাটের দিনই গোটা হাট চষে বেড়াচ্ছে কণিকা।
সেও প্রায় বছর দেড়েক হতে চলল। আজ হাটের শেষে আচমকা পরাণের বন্ধু পঞ্চুকে ফিরতি
বাসে চাপতে দেখেই কণিকা ছুটতে শুরু করে— ‘পঞ্চুদা গো, একটু দাঁড়াও-ও-ও’।
কণিকার বিরহকালের অপেক্ষার বহর বাড়িয়ে দিতে চেয়েই হয়তো পঞ্চুকে নিয়ে
বাসটা দ্রুত বাসস্ট্যান্ড ছেড়ে গেল।
সমাপ্ত
No comments:
Post a Comment